সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) পনেরো জনের স্কোয়াডে চার স্পিনারকে রেখেছে ভারত। যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। যে সিদ্ধান্ত ঠিক না ভুল, তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার কোর্টনি ওয়ালশ মনে করেন, ভারতের চার স্পিনার নিয়ে ক্যারিবিয়ানে বিশ্বকাপ খেলতে যাওয়ার মধ্যে কোনও ভুল নেই। ভারতের শক্তি স্পিন। তাই তারা চার জন স্পিনার নিয়েছে দলে।
“স্পিনই তো ভারতের শক্তি। তা হলে চারজন স্পিনার বিশ্বকাপ স্কোয়াডে রাখলে অসুবিধে কোথায়? ওয়েস্ট ইন্ডিজও তো তিনজন স্পিনার টিমে রেখেছে। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবেশ আলাদা হবে। তাই সবাইকেই টিমের ব্যালান্স নিয়ে ভাবতে হবে,” বুধবার বলে দিয়েছেন ওয়ালশ।
[আরও পড়ুন: আইপিএল থেকে ছিটকে যেতেই গৃহযুদ্ধ মুম্বই শিবিরে, জরুরি বৈঠকে রোহিত-সূর্যরা]
সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকার সংযোজন, “তা ছাড়া ভারতের হাতে স্পিনারদের সহায়তা করার মতো ভালো পেসার রয়েছে। প্রায় সব টিমের হাতেই সেই মানের পেসার রয়েছে। তাই আসন্ন বিশ্বকাপ প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমার মতে, বিশ্বকাপে ব্যাটাররা কর্তৃত্ব করবে। কারা জিতবে, কোন বোলার সবচেয়ে ভালো বোলিং করবে, বলা মুশকিল। যারা পরিকল্পনা সঠিক ভাবে কাজে লাগাতে পারবে, জিতবে তারাই।”
আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজে আসর বসবে বিশ্বকাপের। ওয়ালশ নিজের দেশকে নিয়ে অসম্ভব আশাবাদী। যারা কি না টি-টোয়েন্টিতে দু’বারের বিশ্বজয়ী। ওয়ালশ বলে দিচ্ছেন, “আমাদের টিম এবার যথেষ্ট ব্যালান্সড। আশা করছি, বিশ্বকাপে ভালো পারফর্ম করবে ওয়েস্ট ইন্ডিজ। মানছি, আমাদের গ্রুপটা সহজ নয়। কিন্তু সুপার সিক্সে পৌঁছলে আমাদের সত্যি ভালো সুযোগ থাকবে বিশ্বকাপ জেতার।”