shono
Advertisement

উপসর্গহীন করোনা, প্রখ্যাত বাচিকশিল্পী-আবৃত্তিকার প্রদীপ ঘোষের জীবনাবসান

শোকস্তব্ধ বাংলার আবৃত্তি জগৎ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।
Posted: 01:02 PM Oct 16, 2020Updated: 03:19 PM Oct 16, 2020

কৃষ্ণকুমার দাস: বিনোদন জগতে ফের নক্ষত্রপতন। এবার করোনার (CoronaVirus) থাবা বাংলার আবৃত্তি জগতে। COVID-19 আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রখ্যাত বাচিকশিল্পী ও আবৃত্তিকার প্রদীপ ঘোষের। উপসর্গহীন ছিলেন তিনি। শুক্রবার ভোর ছ’টা নাগাদ নিজের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮।

Advertisement

প্রদীপবাবুর মেয়ে পৃথা জানান, গত সাত দিন ধরে অসুস্থ ছিলেন প্রখ্যাত শিল্পী। প্রথম দুই দিন গায়ে জ্বর থাকলেও শেষ পাঁচদিন তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ ছিল না। দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে নিজের বাড়িতেই ছিলেন প্রদীপবাবু। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছিলেন। শুক্রবার সকালে সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন। কোভিড বিধি মেনেই শিল্পীর শেষকৃত্যের আয়োজন করা হচ্ছে।

[আরও পড়ুন: নতুন করে আসেনি জ্বর, ক্রমশ সুস্থতার পথে করোনামুক্ত সৌমিত্র চট্টোপাধ্যায়]

বাচিক শিল্পের জগতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন প্রদীপবাবু। পাশাপাশি তথ্য ও সংস্কৃতি বিভাগে যুগ্ম তথ্য অধিকর্তা হিসাবেও দীর্ঘদিন কাজ করেছেন। ২০১৭ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে কাজী সব্যসাচী পুরস্কার প্রদান করে। প্রখ্যাত আবৃত্তিকার ও বাচিক শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটারে তাঁর পরিবার, পরিজন এবং অনুরাগীদের সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

নজরুল পুত্র কাজী সব্যসাচীর সঙ্গে একই মঞ্চে বহু কবিতা পাঠ করেছেন শিল্পী প্রদীপ ঘোষ। স্মরণীয় হয়ে থাকবে তাঁর অমূল্য স্মৃতি। প্রখ্যাত আবৃত্তিকারের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়, জগন্নাথ বসু, দেবাশিস বসু-সহ অন্যান্য কবিতা অনুরাগীরাও।

[আরও পড়ুন: পুজোর মুখে করোনা আক্রান্ত গায়ক কুমার শানু, মনখারাপ অনুরাগীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement