shono
Advertisement

COVID-19: বেশ কিছু ক্ষেত্রে আরও ছাড় দিয়ে রাজ্যে বাড়ল কোভিড বিধির মেয়াদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

জেনে নিন কোন কোন ক্ষেত্রে নিয়ম শিথিল করা হচ্ছে।
Posted: 04:25 PM Jan 31, 2022Updated: 06:46 PM Jan 31, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে আরও বাড়ল কোভিড বিধির (COVID-19 Restrictions) মেয়াদ। আগামী ১৫ ফেব্রুয়ারি (February 15) পর্যন্ত এই সংক্রান্ত বিধিনিষেধ জারি থাকবে। সোমবার নবান্নে ক্যাবিনেট বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে রাজ্যের কোভিড গ্রাফ নিম্নমুখী হওয়ায় বেশ কিছু ক্ষেত্রে নিয়মকানুন শিথিল করা হয়েছে। কমেছে রাত্রিকালীন কারফিউয়ের মেয়াদ। রাত ১০ টার বদলে রাত ১১টা থেকে ভোর ৫ টা পর্যন্ত থাকবে নাইট কারফিউ (Night Curfew)। আর যে সব ক্ষেত্রে বিধিনিষেধ খানিকটা শিথিল হল, একঝলকে দেখে নিন – 

Advertisement

  • ওয়ার্ক ফ্রম হোমে (Work from Home) কর্মীদের সংখ্যা কমছে। এতদিন সরকারি-বেসরকারি ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করছিলেন। ১ ফেব্রুয়ারি থেকে অফিসে উপস্থিতি বাড়ানোর পক্ষপাতী সরকার। এবার ৭০ থেকে ৭৫ শতাংশ কর্মী অফিস গিয়েই কাজ করতে পারবেন।
  • ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে স্কুল (অষ্টম থেকে দ্বাদশ), কলেজ, বিশ্ববিদ্যালয়।
  • পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়়াশোনা হবে ‘পাড়ার শিক্ষালয়ে’।
  • খুলছে পার্ক, পর্যটন ক্ষেত্র। ৫০ শতাংশের বদলে আরও বেশি সংখ্যক মানুষ উপস্থিত থাকতে পারবে।
  • লোকাল ট্রেনে ৫০ শতাংশের বদলে ৭৫ শতাংশ যাত্রী যাতায়াত করতে পারবে।
  • ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমোদন সিনেমা হলগুলিতে।
  •  ক্রীড়াক্ষেত্র, রেস্তরাঁ, বারে ৭৫ শতাংশ উপস্থিতি ছাড়। 
  • বিয়েবাড়িতে ৭৫ শতাংশ অতিথি সমাগমের অনুমোদন।
  • নাইট কারফিউয়ের সময়সীমা কমছে, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত থাকবে রাত্রিকালীন বিধিনিষেধ।
  • রাজনৈতিক মিছিল, মিটিং, সভা এখনও বন্ধ। 

এছাড়া পরিবহণ ক্ষেত্রেও বেশ কিছু ছাড় মিলেছে। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এদিন জানান, কলকাতা-মুম্বই, কলকাতা-লন্ডন বিমান পরিষেবা স্বাভাবিক হচ্ছে। তবে বেঙ্গালুরুগামী বিমান চলাচল এখনও বন্ধ থাকছে। তবে লোকাল ট্রেনের সময়সীমা বাড়েনি। প্রান্তিক স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ার সময় অপরিবর্তিত। কোভিড বিধি মেনে, মাস্ক পরে, শারীরিক দূরত্ব বজায় রেখে ট্রেনে চলাফেরা করতে হবে।  

[আরও পড়ুন: পুরভোট পিছনো নিয়ে হাই কোর্টের পরামর্শ অমান্য কমিশনের, দায়ের আদালত অবমাননার মামলা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার