shono
Advertisement

বিশ্বের চতুর্থ ভয়ঙ্করতম উগ্রপন্থী সংগঠন মাওবাদী!

ভারতের ৫৩ শতাংশ নাশকতার সঙ্গে যোগ রয়েছে মাও সংগঠনের৷ The post বিশ্বের চতুর্থ ভয়ঙ্করতম উগ্রপন্থী সংগঠন মাওবাদী! appeared first on Sangbad Pratidin.
Posted: 05:17 PM Sep 22, 2018Updated: 05:17 PM Sep 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএস, তালিবান ও আল-সাবাবের মতো জঙ্গি সংগঠনের পর বিশ্বের চতুর্থ সবচেয়ে ভয়ঙ্কর উগ্রবাদী সংগঠন মাওবাদী৷ ভারতে প্রায় ৫৩ শতাংশ নাশকতার ক্ষেত্রে প্রত্যক্ষ যোগ রয়েছে এই সংগঠনের৷ সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন স্টেট রিপোর্টে৷ এই মার্কিন রিপোর্ট, স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চাপের বিষয় হলেও, তা ক্ষয়িষ্ণু মাও সংগঠনগুলিকে পুনরায় উজ্জীবিত করতে পারে আশঙ্কা প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল৷

Advertisement

[সুযোগ নষ্ট করল ভারত! জওয়ান হত্যার দায় এড়িয়ে বিবৃতি পাকিস্তানের]

রিপোর্টে বলা হয়েছে যে, ভারতে ৫৩ শতাংশ নাশকতার সঙ্গে মাওবাদীদের যোগ থাকলেও, ২০১৬-র তুলনায় ২০১৭-তে নাশকতার সংখ্যা কমেছে৷ ২০১৬-তে মাও অধ্যুষিত অঞ্চলগুলিতে হামলা হয় ৩৩৮টি এবং ২০১৭-তে সেই সংখ্যা কমে হয় ২৯৫টি৷ হামলার সংখ্যা কমলেও হতাহতের পরিমাণ বেড়েছে৷ মৃতের সংখ্যা বে়ড়েছে ১৬ শতাংশ ও জখমের সংখ্যা বেড়েছে ৫০ শতাংশ৷ মাওবাদীদের চেয়ে এগিয়ে রয়েছে চারটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন৷ সবচেয়ে বেশি জঙ্গি হামলা চালিয়েছে আইএস, ৮৫৭টি৷ তারপর রয়েছে যথাক্রমে তালিবান ও আল-সাবাব৷ এই দুই সংগঠনের হামলার সংখ্যা যথাক্রমে ৭০৩ ও ৩৫৩টি৷

[আগ্নেয়গিরির চূড়ায় শান্তির বার্তা দিলেন কিম]

জানা গিয়েছে, পাকিস্তান ও ইরাকের পর সবচেয়ে বেশি জঙ্গি হানা বা উগ্রবাদীদের নাশকতার মোকাবিলা করতে হয়েছে ভারতকে৷ ২০১৫ পর্যন্ত এই স্থানে দখল করে ছিল পাকিস্তান৷ তবে জম্মু-কাশ্মীরে জঙ্গি হানার ঘটনা বৃদ্ধি পায় ২৪ শতাংশ এবং মৃত্যুর ঘটনা বৃদ্ধি পায় ৮৯ শতাংশ৷ ২০১৭ থেকে চলতি বছরের প্রথম ছ’মাসে ভারতে মোট জঙ্গি হানা হয় ৮৬০টি৷ যার মধ্যে ২৫ শতাংশ ঘটেছে উপত্যকায়৷

The post বিশ্বের চতুর্থ ভয়ঙ্করতম উগ্রপন্থী সংগঠন মাওবাদী! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement