রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পঞ্চায়েত ভোটের মধ্য দিয়েই রাজ্যে দ্বিতীয় হওয়ার দৌড় শুরু করতে চায় সিপিএম (CPM)। দু’দিনের রাজ্য কমিটির বৈঠক বুধবার শেষ হয়েছে আলিমুদ্দিনে। বিজেপিকে (BJP) পিছনে ফেলে আগামী দিনে কীভাবে প্রধান বিরোধী হয়ে ওঠা যায়, সেই লক্ষ্যেই এগোতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। বিজেপিকে ‘কাগুজে বিরোধী’ বলে কটাক্ষ করে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এদিন বলেন, “বিধানসভায় যারা কাগজে-কলমে বিরোধী দল তারা যে আসলে কাগুজে বিরোধী পঞ্চায়েত ভোটের লড়াইতেই সেটা বুঝিয়ে দিতে চাই। রাস্তার লড়াইয়ে যে বামপন্থীরাই আছে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সেটাই আমরা দেখিয়ে দিতে চাই।”
পঞ্চায়েতস্তরে মানুষের অভাব-অভিযোগ নিয়ে জোরদার আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য কমিটির বৈঠকে। ১০০ দিনের কাজকে ইস্যু করা হবে। কেন্দ্রীয় সরকার অনেক ক্ষেত্রে ১০০ দিনের কাজে টাকা দিচ্ছে না। এটাও প্রচারে আনা হবে। এদিকে, বামফ্রন্ট চেয়ারম্যানের পদে থাকবেন বিমান বসুই (Biman Basu)। এদিন এই মর্মেই রাজ্য কমিটির বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বয়স, নীতি মেনে পার্টির সব পদ থেকে অব্যাহতি নিলেও বিমান বসুকে ফ্রন্ট চেয়ারম্যান হিসাবেই রেখে দিল সিপিএম। শরিকদলের নেতারাও চান বিমানবাবু ওই পদে থাকুন।
[আরও পড়ুন: ট্রেন সফরে আরও সুখকর ‘অনুভূতি’, রাজধানী-শতাব্দীতে জুড়ছে বিমানের ধাঁচের কোচ]
এদিকে, রাজারহাটে (Rajarhat) ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’-এর নির্মাণকল্পে বুধবার গণসংগ্রহ অভিযানে অংশ নেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। চিনার পার্ক মোড় ও আটঘড়া অঞ্চলে প্রথমে অর্থ সংগ্রহ হয়। তারপর রাজারহাট চৌমাথায়। বিমান বসু ছাড়াও ছিলেন রবীন দেব, মৃণাল চক্রবর্তী-সহ সিপিএম শীর্ষ নেতৃত্ব। বিমান বসু বলেন, “জনগণের থেকে সংগৃহীত অর্থে জ্যোতি বসুর নামে এই গবেষণা কেন্দ্রটি তৈরি হবে। ৮ জুলাই কাজের সূচনা হবে। রাজ্যজুড়েই চলবে অর্থ সংগ্রহ।’’ রাজারহাটে নির্মীয়মাণ নতুন হাই কোর্টের কাছেই ৫ একর জমি সিপিএমের জন্য অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এটি কেনা হয়েছে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের নামে।
[আরও পড়ুন: ‘CBSE, ICSE-এর সমান বাংলার শিক্ষার মান’, বার্তা মুখ্যমন্ত্রীর]
জ্যোতি বসুর ১০৯তম জন্মদিন উপলক্ষে ৮ জুলাই জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের উদ্যোগে কলকাতা জেলা পার্টি অফিসে একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছে। বিষয় স্বাধীনতার ৭৫। থাকবেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। ৮ জুলাই সকালে নিউটাউনে জ্যোতি বসু কেন্দ্র নির্মাণের সূচনা ও চারাগাছ বিতরণ করা হবে। এদিকে, জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের জমিতে এর আগেও চারা গাছ রোপন করেছিলেন সিপিএম নেতারা। স্থানীয় সূত্রে খবর, চারাগাছগুলি আর মাথা তুলে দাঁড়ায়নি। সেগুলি হয় চুরি হয়ে গিয়েছে, না হলে গোখাদ্যে পরিণত হয়েছে। এদিকে, ৮ জুলাই আলোচনা সভা প্রসঙ্গে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব্য, মানুষের মৌলিক অধিকার বাঁচাতেই এ ধরনের সভার উদ্যোগ।