সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে পা রাখা ইস্তক পাকিস্তান অধিনায়ক বাবর আজম (Babar Azam) বলে আসছেন, ভারতীয়দের আতিথেয়তায় মুগ্ধ তাঁরা। শুক্রবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। সেই ম্যাচের টসের সময়েও ভারতের ব্যবস্থাপনা, ভারতীয়দের আতিথেয়তার কথা শোনালেন তিনি।
ডাচদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। টসের সময়ে বাবরকে বলতে শোনা গিয়েছে, ”ভারতের মাটিতে আমাদের ভালো দেখভাল করা হচ্ছে। দলের প্রতিটি সদস্য এবং প্লেয়ার দারুণ উপভোগ করছে। আমরা নিজেদের সেরাটা দেওয়ারই চেষ্টা করব।”
[আরও পড়ুন: ‘রূপান্তরকামী’ বলে অভিযোগ তোলা ব্রোঞ্জজয়ী নন্দিনীর কাছে ক্ষমা চাইলেন স্বপ্না, তবুও বিতর্ক থামবে?]
শাহিন আফ্রিদি-বাবর আজমদের প্রতিদিনের মেনুতে থাকছে মাটন, মুরগির মাংস, সুস্বাদু সব মাছ, ভেঁড়ার মাংসের চপ, বাটার চিকেন, গ্রিলড ফিশ, বাসমতী চালের ভাত, নিরামিষ পোলাও-সহ আরও অনেক ডিশ। ক্রিকেটারদের স্বাদ বদলের জন্য থাকছে হায়দরাবাদের হরেকরকমের বিরিয়ানিও। সেই বিরিয়ানি দারুণ উপভোগ করছেন পাক ক্রিকেটাররা। ভারতে পা রাখার পর থেকেই বাবর আজমদের বিরিয়ানি নিয়ে প্রশ্ন করা হচ্ছে। বারংবার একই প্রশ্ন করায় ক্যাপ্টেন্স মিটে ঈষৎ বিরক্তও হন পাক অধিনায়ক। এক প্রশ্ন বারবার উড়ে এলে বিরক্ত হওয়ারই কথা। কিন্তু এদিন সবার সামনেই বাবর আজম জানিয়ে দিলেন ভারতীয়দের আতিথেয়তায় মুগ্ধ তাঁরা।