shono
Advertisement
Vaibhav Suryavanshi

১৪ বছরের বৈভবকেও 'ঘৃণা', যুব এশিয়া কাপ জিতে ভারতীয় প্রতিভাকে ধিক্কার পাক ভক্তদের!

সেই পাকিস্তানই যুব এশিয়া কাপ জিতে 'নীতিবোধ' শেখাচ্ছে ভারতকে।
Published By: Arpan DasPosted: 10:34 AM Dec 23, 2025Updated: 10:34 AM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ১৪। ক্রিকেট বিশ্বে এখনই সুপরিচিত বৈভব সূর্যবংশী। বলা যায়, বৈভবের ব্যাটিং তাণ্ডবকে অনেক দল ভয়ও পায়। কিন্তু তা বলে ঘৃণা! সেটাও করছেন পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের একাংশ। যুব এশিয়া কাপ ফাইনালের পর ১৪-র কিশোরকেও পাক সমর্থকদের ধিক্কারদের মুখে পড়তে হল। অথচ সেই পাকিস্তান দলের মেন্টরই কি না ভারতের ক্রিকেটীয় স্পিরিট নিয়ে প্রশ্ন তুলছেন।

Advertisement

বড়দের এশিয়া কাপে তিন-তিনবার সূর্যকুমারদের কাছে হেরেছে পাকিস্তান। তাদের সেই জ্বালা যেন কিছুটা মিটেছে সংযুক্ত আরব আমিরশাহিতে বৈভব সূর্যবংশীদের হারিয়ে। ফাইনালে সমীর মিনহাসের ১৭২ রানের দাপটে পাকিস্তান তোলে ৩৪৭ রান। জবাবে মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে একরাশ লজ্জা উপহার দেয় বৈভব-অভিজ্ঞানরা কুণ্ডুরা। বিশেষ করে আয়ুষ মাত্রের ফর্ম বেশ খারাপ। ফাইনালে বিরাট রান তাড়া করতে নেমে বৈভব মাত্র ২৬ রান করে আউট হয়ে যায়।

বৈভব যখন ফিল্ডিং করছিল, তখনও মাঠের বাইরে থেকে পাকিস্তানি দর্শকরা ক্রমাগত বিদ্রূপ করছিল। ম্যাচের পর বৈভব ড্রেসিংরুম থেকে বেরনোর সময় 'বু' করতে থাকে পাকিস্তানি সমর্থকদের একাংশ। তবে বৈভব কোনও প্রতিক্রিয়া জানায়নি। কিন্তু এই ঘটনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন নেটিজেনরা। যে বোর্ডের মাথায় পাকিস্তানি মন্ত্রী মহসিন নকভি।

অথচ সেই পাকিস্তান দলের মেন্টর সরফরাজ আহমেদ আবার প্রশ্ন তুলছেন ভারতের 'স্পোর্টসম্যানশিপ' নিয়ে। তিনি বলেন, "ভারতের আচরণ একেবারেই ভালো ছিল না। ক্রিকেট মাঠে তাদের আচরণ অনৈতিক। কিন্তু আমরা স্পোর্টসম্যানশিপ নিয়েই জয় সেলিব্রেট করেছি। কারণ আমরা সেটাকেই প্রাধান্য দিই। কিন্তু ভারত সেটা করে না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বয়স মাত্র ১৪। ক্রিকেট বিশ্বে এখনই সুপরিচিত বৈভব সূর্যবংশী।
  • বলা যায়, বৈভবের ব্যাটিং তাণ্ডবকে অনেক দল ভয়ও পায়।
  • কিন্তু তা বলে ঘৃণা! সেটাও করছেন পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের একাংশ।
Advertisement