shono
Advertisement
U19 Asia Cup

বড়রা পারেনি, যুব এশিয়া কাপে ভারতকে হারাতেই লক্ষ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পাক প্রধানমন্ত্রীর

'বড়দের জন্য জমিয়ে রেখেছিল, এখন দিচ্ছে', খোঁচা নেটিজেনদের।
Published By: Arpan DasPosted: 07:02 PM Dec 22, 2025Updated: 07:27 PM Dec 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতকে হারানোর পুরস্কার! পাকিস্তানের যুব ক্রিকেটারদের পকেটে ঢুকছে লক্ষ লক্ষ টাকা। অন্যদিকে 'পদোন্নতি' হতে পারে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর সরফরাজ খানের। তাঁকে ইতিমধ্যেই মূল দলের মাথায় বসানোর আবেদন জানাচ্ছেন অনেকে। তবে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যেভাবে বিরাট পুরস্কার মূল্য ঘোষণা করেছে, তাতে অনেকেই চমকে উঠেছেন।

Advertisement

বড়দের এশিয়া কাপে তিন-তিনবার সূর্যকুমারদের কাছে হেরেছে পাকিস্তান। তাদের সেই জ্বালা যেন কিছুটা মিটেছে সংযুক্ত আরব আমিরশাহিতে বৈভব সূর্যবংশীদের হারিয়ে। সমীর মিনহাসের ১৭২ রানের দাপটে পাকিস্তান তোলে ৩৪৭ রান। জবাবে মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে একরাশ লজ্জা উপহার দেয় বৈভব-অভিজ্ঞানরা কুণ্ডুরা। তবে এটাও ঠিক, বড়রা যা করতে পারছে না, ভারতকে হারানোর প্রায় অসম্ভব সেই কাজটা পাকিস্তানের ছোটরা করছে।

পাকিস্তানের তরুণ ক্রিকেটাররা দেশে ফিরতেই চরম উন্মাদনা। রীতিমতো উৎসবের মেজাজ ইসলামাবাদ বিমানবন্দরের বাইরে। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্লেয়ার ও কোচিং স্টাফদের সঙ্গে দেখা করেন। দলের মেন্টর সরফরাজ আহমেদ পরে সংবাদমাধ্যমে জানান, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন প্রত্যেক প্লেয়ারকে ১০ মিলিয়ন পাকিস্তানি টাকা পুরস্কার দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩২ লক্ষ টাকা। তবে অনেকেই অবাক হয়ে প্রশ্ন করছেন, 'এত টাকা পাকিস্তান পেল কোথায়?' আবার অনেকের বক্তব্য, 'বড়দের জন্য এতদিন ধরে যা টাকা জমিয়ে ছিল, সেটাই দিয়ে দিল।'

অন্যদিকে পাকিস্তানের মেন্টর সরফরাজ খানের 'পদোন্নতি'র দাবিতে সরব তাঁর ভক্তরা। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। সেই দলের অধিনায়ক ছিলেন সরফরাজ। ঘটনাচক্রে তারপর আর কোনও আইসিসি ট্রফি জেতেনি পাকিস্তান। আবার তাঁর মেন্টরশিপে ট্রফি জেতায় বড়দের দলের মাথাতেও বসানোর দাবি উঠছে বিভিন্ন মহলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতকে হারানোর পুরস্কার! পাকিস্তানের যুব ক্রিকেটারদের পকেটে ঢুকছে লক্ষ লক্ষ টাকা।
  • অন্যদিকে 'পদোন্নতি' হতে পারে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর সরফরাজ খানের।
  • তাঁকে ইতিমধ্যেই মূল দলের মাথায় বসানোর আবেদন জানাচ্ছেন অনেকে।
Advertisement