shono
Advertisement
U19 Asia Cup

পাকিস্তানের কাছে লজ্জার হার! বিশ্বকাপের আগে বৈভবদের 'দৈন্যদশা'র তদন্তে বিসিসিআই

ফাইনালে রান পায়নি বৈভবও।
Published By: Arpan DasPosted: 09:09 AM Dec 23, 2025Updated: 09:09 AM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়রা অনায়াসে পাকিস্তানের বিরুদ্ধে জিতছে। ছোটরাও সেই ধারা বজায় রাখবে আশা করা হয়েছিল। তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশীরা। যুব এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে লজ্জাজনক ভাবে হেরেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। কেন এরকম দুরবস্থা হল? তা নিয়ে আলোচনায় বসবে বিসিসিআই।

Advertisement

বড়দের এশিয়া কাপে তিন-তিনবার সূর্যকুমারদের কাছে হেরেছে পাকিস্তান। তাদের সেই জ্বালা যেন কিছুটা মিটেছে সংযুক্ত আরব আমিরশাহিতে বৈভব সূর্যবংশীদের হারিয়ে। ফাইনালে সমীর মিনহাসের ১৭২ রানের দাপটে পাকিস্তান তোলে ৩৪৭ রান। জবাবে মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে একরাশ লজ্জা উপহার দেয় বৈভব-অভিজ্ঞানরা কুণ্ডুরা। বিশেষ করে আয়ুষ মাত্রের ফর্ম বেশ খারাপ। ফাইনালে বিরাট রান তাড়া করতে নেমে বৈভব মাত্র ২৬ রান করে আউট হয়ে যায়।

সেই নিয়ে 'তদন্ত' করবে বোর্ড। জানা গিয়েছে, ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্টকে সেই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। অধিনায়ক আয়ুষ ও কোচ হৃষিকেশ কানিতকারের সঙ্গে কথা বলতে চায় বিসিসিআই। সাধারণত কোনও বড় টুর্নামেন্টের পর পারফরম্যান্সের বিচার হয়। কিন্তু এভাবে অধিনায়ক বা কোচকে ডেকে কথা বলার সিদ্ধান্ত কার্যত নতুনই বলা যায়। বিশেষ করে ছোটদের ক্রিকেটে। বড়দের ক্ষেত্রে অবশ্য বর্ডার গাভাসকর ট্রফির পর কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আলোচনায় বসেছিল বোর্ড।

আসলে পরের বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এশিয়া কাপের পুনরাবৃত্তি যাতে বিশ্বকাপে না হয়, তাই এই মিটিংকে এত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে সেই চ্যালেঞ্জের জন্য বিসিসিআই প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখতে চাইছে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বড়রা অনায়াসে পাকিস্তানের বিরুদ্ধে জিতছে। ছোটরাও সেই ধারা বজায় রাখবে আশা করা হয়েছিল।
  • তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশীরা।
  • যুব এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে লজ্জাজনক ভাবে হেরেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল।
Advertisement