shono
Advertisement
Vaibhav Suryavanshi

ভোটদানের বয়সই হয়নি, বিহার নির্বাচনে বিরাট দায়িত্বে ১৪ বছরের বৈভব

বিহার নির্বাচনে কী দায়িত্ব পাচ্ছে বৈভব?
Published By: Arpan DasPosted: 04:35 PM Oct 20, 2025Updated: 04:36 PM Oct 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ১৪। এখনও ভোট দেওয়ার বয়সই হয়নি। কিন্তু আসন্ন বিহার নির্বাচনে বিরাট দায়িত্ব পেল বৈভব সূর্যবংশী। এমনিতে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য চর্চিত বিহারের কিশোর ক্রিকেটার। এবার নতুন দায়িত্ব পেতেই তাঁকে নিয়ে চর্চা শুরু।

Advertisement

বিহার বিধানসভা নির্বাচন নিয়ে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য নির্বাচন কমিশন একটি বিরাট পদক্ষেপ নিয়েছে। তরুণ ক্রিকেটার বৈভবকে 'ভবিষ্যতের ভোটার আইকন' হিসেবে নির্বাচিত করা হয়েছে। বিহারের বিধানসভা নির্বাচন দুটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ৬ নভেম্বর এবং দ্বিতীয় ধাপ ১১ নভেম্বর। নির্বাচন কমিশন তরুণদের কাছে ভোটদানের গুরুত্ব তুলে ধরা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য বিশিষ্ট ব্যক্তিত্বদের আইকন হিসেবে ব্যবহার করে। সেখানে এবার বৈভব সূর্যবংশীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

বড় দায়িত্ব পেয়ে গর্বিত বৈভবও। নির্বাচন কমিশনের তরফ থেকে একটি ভিডিও বার্তায় ১৪ বছর বয়সি ক্রিকেটার বলে, "নমস্কার, আমি আপনাদের সকলকে প্রণাম জানাই। যখনই আমি মাঠে নামি, তখন আমার কাজ হল ভালো খেলা এবং দলকে জেতানো। একইভাবে গণতন্ত্রের ক্ষেত্রে ভোটদান আপনাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। তাই সচেতন নাগরিক হন ও বিধানসভা নির্বাচনে ভোট দিন। বিহার ভোট দেবে, বিহার নিজের সরকার বেছে নেবে।"

বৈভব ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের সফল ও জনপ্রিয় মুখকে নির্বাচন কমিশন থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। পঞ্চায়েতের অভিনেতা চন্দন রায়, সহর্সার অভিনেতা পঙ্কজ ঝা 'এসভিইইপি আইকন' হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া হকি খেলোয়াড় জ্যোতি কুমারী, সমাজকর্মী তাবাসসুম আলী এবং শিল্পী অশোক কুমার বিশ্বাসকে একই দায়িত্বের জন্য নির্বাচিত করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বয়স মাত্র ১৪। এখনও ভোট দেওয়ার বয়সই হয়নি।
  • কিন্তু আসন্ন বিহার নির্বাচনে বিরাট দায়িত্ব পেল বৈভব সূর্যবংশী।
  • এমনিতে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য চর্চিত বিহারের কিশোর ক্রিকেটার। এবার নতুন দায়িত্ব পেতেই তাঁকে নিয়ে চর্চা শুরু।
Advertisement