shono
Advertisement
Mumbai Indians

এবার দ্য হান্ড্রেডে মুম্বই ইন্ডিয়ান্স! লন্ডনের ক্রিকেট লিগের দল কিনলেন আম্বানিরা

তারা এই লিগের সঙ্গে যুক্ত হওয়ায় প্রতিযোগিতার আকর্ষণ আরও বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।
Published By: Prasenjit DuttaPosted: 01:50 PM Dec 04, 2025Updated: 01:51 PM Dec 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার দ্য হান্ড্রেডে দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্সকে! লন্ডনের ক্রিকেট লিগের দল ওভাল ইনভিনসিবলসের ৪৯ শতাংশ মালিকানা কিনে নিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে এ কথা ঘোষণা করা হয়েছে আম্বানিদের সংস্থার পক্ষ থেকে। 

Advertisement

ওভাল ইনভিনসিবলস পাঁচ মরশুমে পাঁচটি শিরোপা জিতেছে। যার মধ্যে মহিলা দল ২০২১ এবং ২০২২ সালে শিরোপা জেতে। পুরুষ দল ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত টানা খেতাব জিতেছে। মুম্বই ইন্ডিয়ান্স এই লিগের সঙ্গে যুক্ত হওয়ায় প্রতিযোগিতার আকর্ষণ আরও বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, এতদিন এই লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিক ছিল ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাবগুলো এবং ইসিবি। তবে মালিকানা বিক্রিও শুরু করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এরপরই মুম্বই ইন্ডিয়ান্স ৪৯ শতাংশ মালিকানা কিনে রিলায়েন্স তাদের ক্রিকেট ব্যবসার বহর আরও বাড়াল।

ওভাল ইনভিনসিবলস দলের সঙ্গে নীতা আম্বানিদের দল মুম্বই ইন্ডিয়ান্স যুক্ত হওয়ায় তাদের পুরুষ এবং মহিলা ক্রিকেট দলের নাম বদলে যাবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব সারের থেকে এই ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে। উভয় দলের নাম বদলে করা হয়েছে 'এমআই লন্ডন'। অর্থাৎ, রিলায়েন্স তাদের ক্রিকেট ব্যবসায় 'এমআই' ব্র্যান্ডটা রাখল।

জানা গিয়েছে, ৪৯ শতাংশ শেয়ার কিনতে আম্বানিরা খরচ করেছেন ৬০.২৭ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭২৪ কোটি টাকা। বাকি ৫১ শতাংশ মালিকানা থাকবে সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের কাছে। উল্লেখ্য, দ্য হান্ড্রেডে প্রবেশ করেছে সানরাইজার্স হায়দরাবাদ, লখনউ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালসও। এবার সংযোজিত হল মুম্বই ইন্ডিয়ান্সের নামও। সারে চেয়ারম্যান অলি স্লিপার আরও বলেন, "হান্ড্রেড ফ্র্যাঞ্চাইজি দলে রিলায়েন্সের সঙ্গে চুক্তিতে পৌঁছতে পেরে আমরা আনন্দিত।" অন্যদিকে আকাশ আম্বানি বলেন, "দ্য হান্ড্রেডের সবচেয়ে সফল দলের সঙ্গে কাজ করার ব্যাপারে আমরা উন্মুখ।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার দ্য হান্ড্রেডে দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্সকে!
  • লন্ডনের ক্রিকেট লিগের দল ওভাল ইনভিনসিবলসের ৪৯ শতাংশ মালিকানা কিনে নিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
  • আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে এ কথা ঘোষণা করা হয়েছে আম্বানিদের সংস্থার পক্ষ থেকে।
Advertisement