সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, 'কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি'। তার উত্তরে মাটির প্রদীপ বলেছিল, 'আমার যেটুকু সাধ্য করিব তা আমি'। বিরাট কোহলির টেস্ট অবসরের পর যেন সেই প্রশ্নটাই উঠছে। কে পূরণ করবে সেই শূন্যস্থান? সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে। আর শুধু কোহলি তো নন, দিন কয়েক আগে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মাও। ফলে ভারতীয় ক্রিকেটের সামনে এখন কঠিন প্রশ্নপত্র।
সাই সুদর্শন: চেন্নাইয়ের এই ব্যাটারকে নিয়েও আগ্রহ রয়েছে দল নির্বাচকদের মনে। চেন্নাইয়ের এই ক্রিকেটারকে আইপিএল স্থগিত হওয়ার আগে পর্যন্ত দুর্দান্ত ছন্দে দেখা গিয়েছে। ১১ ইনিংসে ৫০৯ রান করেছেন তিনি। কমলা টুপির লড়াইয়ে তিনি দ্বিতীয় স্থানে।
শ্রেয়স আইয়ার: চ্যাম্পিয়ন্স ট্রফি হোক বা আইপিএল, শ্রেয়স আইয়ারের স্বপ্নের ফর্ম অব্যাহত। ঘরোয়া ক্রিকেটেও বছরটা ভালো কেটেছে। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন। নিজের দুর্বলতা কাটিয়ে উঠতে যে পরিশ্রম করেছেন, সেটাও দেখা গিয়েছে। কোহলির ৪ নম্বর জায়গায় তাঁর নামও উঠতে পারে।
রজত পাতিদার: আরসিবি'তে বিরাটের অধিনায়ক তিনি। ঘরোয়া ক্রিকেটে ৪৭৩৮ রান রয়েছে। ১৩টি সেঞ্চুরির পাশাপাশি আছে ২৬টি হাফ সেঞ্চুরি। তবে এর আগে তিনটি টেস্ট খেলে ব্যর্থ হয়েছেন। কোহলির অবসর তাঁর কাছে সুযোগ এনে দিতে পারে।
দেবদত্ত পাড়িক্কল: বর্ডার গাভাসকর ট্রফিতে একটি টেস্ট খেলে ব্যর্থ হয়েছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স যথেষ্ট ভালো। প্রথম শ্রেণির ক্রিকেটে গড় ৪১। যদিও কোহলির বিকল্প হয়ে ওঠার জন্য অনেক পরিশ্রম করতে হবে। একই কথা প্রযোজ্য ধ্রুব জুড়েলের ক্ষেত্রেও।
সরফরাজ খান: রনজি ট্রফিতে আগুনে ফর্মে ছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ডাক পেয়ে নিজেকে প্রমাণ করেছিলেন। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি। তবে বিদেশের মাটিতে এখনও পরীক্ষিত নন।
করুণ নায়ার: ভারতের জার্সিতে টেস্টে ত্রিপল সেঞ্চুরি আছে। ঘরোয়া ক্রিকেটে এবার দুর্দান্ত ফর্মে ছিলেন। ইংল্যান্ড সফরের দলে ঢুকে পড়তে পারেন। তবে ৩৩ বছর বয়সি ক্রিকেটারকে বোর্ড দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নাও রাখতে পারে।
