সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষবার বিরাট কোহলি যখন বিজয় হাজারে ট্রফি খেলেছিলেন, বর্তমান বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস তখনও নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলতেন। বস্তুত আজ থেকে ১৫ বছর আগে সেই বিজয় হাজারে ম্যাচে বিরাটের সতীর্থই ছিলেন মানহাস। তিনি শুধু খেলেননি, সেই ম্যাচে সেঞ্চুরিও করেছিলেন। বিরাটদের বিজয় হাজারেতে প্রত্যাবর্তনের দিন ফের ভেসে উঠল চমকপ্রদ সেই তথ্য।
বুধবার বিজয় হাজারেতে ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকার অবতরণ ঘটছে! রোহিত শর্মা এবং বিরাট কোহলি। প্রথম জনেরটা শতভাগ নিশ্চিত। বুধবার জয়পুরে সিকিমের বিরুদ্ধে মুম্বই জার্সিতে খেলতে নামছেন রোহিত। পরের ম্যাচ উত্তরাখণ্ডের বিরুদ্ধে। ২৬ ডিসেম্বর। তাতেও খেলবেন হিটম্যান। রোহিত শেষবার বিজয় হাজারে খেলেছিলেন ৭ বছর আগে।
সব কিছু ঠিকঠাক চললে, বিরাটও বুধবার নামতে চলেছেন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে। প্রথমে ভাবা হয়েছিল যে, চিন্নাস্বামীতেই ম্যাচ আয়োজন করা হবে দিল্লির। কিন্তু গত আইপিএল আরসিবি জেতার পর সেই কালান্তক পদপিষ্ট-কাণ্ডের পর ‘কালো তালিকা’ অন্তর্ভুক্ত হয়ে পড়েছে চিন্নাস্বামী। যে ‘শাপ’ বিরাট-আগমনেও কাটল না। পনেরো বছর পর ঘরোয়া ক্রিকেটে ফের অবতরণ ঘটতে চলেছে কোহলির। কিন্তু চিন্নাস্বামী সেই ম্যাচ আয়োজনের অনুমতি পায়নি। বরং নিরাপত্তার খাতিরে সেই ম্যাচ সরিয়ে নেওয়া হচ্ছে বেঙ্গালুরুরই সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে। যেখানে দর্শক প্রবেশ নিষিদ্ধ।
এসবের মধ্যে ২০০৯-১০ মরশুমের পুরনো সেই ম্যাচ ফের শিরোনামে। সেদিন বিরাটের সতীর্থদের তালিকায় ছিলেন বর্তমান বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস, প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান। সার্ভিসেসের বিরুদ্ধে সেই ম্যাচে বর্তমান বোর্ড সভাপতি ১৫৬ বলে ১৪৮ রান করেন। তাতে দিল্লি তুলে নেয় ৬ উইকেটে ৩১১ রান। শেষ পর্যন্ত বিরাটের দল জেতে ১১৩ রানে। সেই ম্যাচের পর বুধবার ফের বিজয় হাজারেতে নামবেন কোহলি।
