স্টাফ রিপোর্টার: আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) ইডেনে কোন ম্যাচ হবে? কতগুলো ম্যাচ পেতে পারে কলকাতা? গত কয়েক দিন ধরেই সেটা নিয়ে আলোচনা চলছিল। এখনও পর্যন্ত যা খবর, তাতে বিশ্বকাপে বেশ কয়েকটা ম্যাচ হতে চলেছে ইডেন গার্ডেন্সে। ক্রিকেটের নন্দনকাননে সাতটি ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল। যার মধ্যে একটা সেমিফাইনালও থাকতে পারে।
খবর নিয়ে যা জানা গেল, তাতে আইসিসি ভারতে পাঁচটা ভেন্যু চূড়ান্ত করে ফেলেছে। সাধারণত বিশ্বকাপে আটটা ভেন্যু রাখা হয়। ওই আট ভেন্যুতেই ম্যাচগুলো হয়। এবার পাকিস্তান যেহেতু নিরপেক্ষে ভেন্যুতে খেলবে, তাই শ্রীলঙ্কার তিনটে ভেন্যু রাখা হয়েছে। বাকি পাঁচটা ভেন্যু ভারতের। যা শোনা গেল, ভারতের কোন পাঁচ ভেন্যুতে বিশ্বকাপের টি- টোয়েন্টি ম্যাচ হবে, সেটা চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই তালিকায় বেঙ্গালুরু নেই।
পাঁচ ভেন্যু হল কলকাতা, আহমেদাবাদ, চেন্নাই, মুম্বই আর দিল্লি। শ্রীলঙ্কার তিন ভেন্যু হল- কলম্বো, ক্যান্ডি আর গল। যেহেতু ভারতের পাঁচটা ভেন্যুতে ম্যাচ হবে তাই ইডেনের সাতটি ম্যাচ পাওয়ার সম্ভাবনা প্রবল। সিএবি কর্তাদের আশা, একটা সেমিফাইনালও আসবে। তবে যদি পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনাল কিংবা ফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
আহমেদাবাদে যে উদ্বোধনী ম্যাচ হবে, সেটা ধরেই নেওয়া হচ্ছে। একইসঙ্গে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের ভাবনাও রয়েছে। সেখানে বলিউড তারকারা পারফর্ম করবেন। তবে কারা পারফর্ম করবেন, সেটা এখনও চূড়ান্ত হয়নি। বোর্ড কর্তারা আগামী কিছুদিনের মধ্যেই সে'সব চূড়ান্ত করে ফেলবেন। কেউ কেউ এটাও বলছেন, ভারতের বিশ্বকাপজয়ী মহিলা টিমকেও ওই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হতে পারে। শোনা যাচ্ছে, বিশ্বকাপের ফাইনালও হতে পারে আহমেদাবাদে। তবে পাকিস্তান ফাইনালে উঠলে আহমেদাবাদে খেলা হবে না।
