সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধোনির শহরে 'রাজা' বিরাট। ১০২ বলে সেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন, 'ক্লাস ইজ পার্মানেন্ট'। যখন তিনি উচ্ছ্বাস প্রকাশ করছেন, তখন মাঠে ঢুকে পড়লেন এক ভক্ত। আর সোজা গিয়ে পড়লেন কোহলির পায়ে। উল্লেখ্য, ইডেনে আইপিএলের ম্যাচ চলাকালীনও এক সমর্থক মাঠে ঢুকে পড়েছিলেন। রাঁচিতেও সেই স্মৃতি উসকে উঠল। কোহলি সেঞ্চুরি করার পর রোহিতরা হাততালি দিচ্ছিলেন। হঠাৎ ওই ভক্ত মাঠে ঢুকে পড়ায় তাঁরাও হতভম্ব হয়ে যান। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। তবে ওই সমর্থকের পরিচয় জানা যায়নি।
এর আগে সিডনিতে সেঞ্চুরি পাননি। তবে বুঝিয়ে দিয়েছিলেন তাঁর রানের খিদে আগের মতোই। যে দলটা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে মানসিকভাবে অনেকটাই ‘পিছিয়ে’, সেই দলটাকে রাজার মতো সেঞ্চুরি হাঁকিয়ে চাঙ্গা করে দিলেন। রাঁচি যে বরাবরই তার ‘পয়া’, তা আবারও প্রমাণ হল। মহেন্দ্র সিং ধোনির শহরে এই নিয়ে তিনটি সেঞ্চুরি করলেন বিরাট। ২৯১ দিন পর দেশের মাটিতে প্রত্যাবর্তন ঘটেছে রোহিত শর্মা, বিরাট কোহলির। রাঁচিতে আন্তর্জাতিক ওয়ানডে’তে ৫২তম সেঞ্চুরি হাঁকালেন ‘কিং’। জানসেনের বলে চার মেরে ১০২ বলে সেঞ্চুরি পূরণ করলেন তিনি। সেঞ্চুরির পর চেনা ভঙ্গিতে সেলিব্রেশনে মেতে ওঠেন। সেই সময় ওই সমর্থক নিরাপত্তার বেষ্টনীকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে ঢুকে কোহলির পায়ে পড়েন। তাঁকে অবশ্য তৎক্ষণাৎ সরিয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, গত আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলতে ইডেনে নেমেছিলেন বিরাট। ম্যাচ চলাকালীন হঠাৎ বর্ধমানের আঠারো বছরের তরুণ ঋতুপর্ণ পাখিরা মাঠে ঢুকে বিরাট কোহলির পা ধরে প্রণাম করেন। পরে ‘ক্রিমিনাল ট্রেসপাসিং’ সেকশনে গ্রেপ্তার করা হয় ওই বিরাটভক্তকে। তবে সেই নিয়ে কোনও অনুতাপ ছিল না ঋতুপর্ণর। পরে আইপিএলের ফাইনাল দেখতে আহমেদাবাদেও গিয়েছিলেন তিনি।
