shono
Advertisement

Breaking News

Shapoor Zadran

হার মানিয়েছিলেন 'জঙ্গি হানা'কে, মাত্র ৩৮ বছরেই ফের মৃত্যুর সঙ্গে লড়াই আফগান ক্রিকেটের কিংবদন্তির!

বছর দশেক আগে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আততায়ীর গুলির হাত থেকে কোনও মতে বেঁচেছিলেন। ২০০৯ সালে আফগানিস্তান প্রথম ওয়ানডে ম্যাচের নায়ক ছিলেন এই ক্রিকেটার।
Published By: Arpan DasPosted: 02:35 PM Jan 16, 2026Updated: 03:55 PM Jan 16, 2026

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাপুর জাদরান (Shapoor Zadran)। আফগান ক্রিকেটের উন্নতির অন্যতম মুখ ছিলেন এই বাঁহাতি বোলার। বছর দশেক আগে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আততায়ীর গুলির হাত থেকে কোনও মতে বেঁচেছিলেন। এবার মাত্র ৩৮ বছর বয়সেই অসুস্থতার কারণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শাপুর।

Advertisement

২০০৯ সালে অভিষেক হয় শাপুর জাদরানের। রিফিউজি হয়ে দীর্ঘদিন পাকিস্তানে কাটিয়েছেন। সেই সময় মহম্মদ নবি, দওলাত জাদরানদের সঙ্গে ক্রিকেট খেলা শুরু। ২০০৯ সালে আফগানিস্তান যখন প্রথম ওয়ানডে খেলে, সেই দলে ছিলেন শাপুর। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেই ম্যাচ হারলেও ৪ উইকেট তুলেছিলেন তিনি। গত বছর জানুয়ারিতেই অবসর নেন।

বছর ঘুরতে না ঘুরতেই জীবনমৃত্যর সঙ্গে লড়াই করছেন শাপুর। সম্প্রতি তাঁর ভাই ঘামাই জাদরান জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় শাপুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও কী হয়েছে তিনি জানাননি। হাসপাতালের পক্ষ থেকেও কোনও মেডিক্যাল রিপোর্ট দেওয়া হয়নি। তবে জানা গিয়েছে, তাঁর রক্তের শ্বেতকণিকার পরিমাণ বিপজ্জনক ভাবে কমে গিয়েছে। সেই কারণেই স্বাস্থ্যের অবনতি হয়েছে। শাপুরের সুস্বাস্থ্য কামনায় প্রার্থনা করছেন দেশবিদেশের ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফও উদ্বেগ প্রকাশ করেছেন।

আফগানিস্তানের হয়ে ৪৪টি ওয়ানডেতে ৪৩টি উইকেট এবং ৩৬টি টি-টোয়েন্টিতে ৩৭টি উইকেট পেয়েছিলেন। সে দেশের ক্রিকেট সফরের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছিলেন তিনি। ২০১৭ সালে কাবুলে জঙ্গি হানার কবলে পড়েছিলেন। অজ্ঞাত আততায়ী তাঁকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছিল। সে যাত্রায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন। এবার ফের মৃত্যুর সঙ্গে লড়াই করছেন শাপুর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement