shono
Advertisement
IPL 2025 Final Prediction

আইপিএলের নতুন চ্যাম্পিয়ন কে? এক দলকেই ভোট AI প্ল্যাটফর্মগুলির

প্রযুক্তির বিচারকে সত্যি প্রমাণ করবে আইপিএলের নতুন চ্যাম্পিয়ন?
Published By: Anwesha AdhikaryPosted: 10:39 AM Jun 03, 2025Updated: 01:45 PM Jun 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল ফাইনালের (IPL 2025 Final Prediction) আগে উত্তেজনায় ফুটছে ক্রিকেটমহল। ১৮ বছর পরে এক নতুন চ্যাম্পিয়নের নাম লেখা হবে আইপিএলের ইতিহাসে। শেষ পর্যন্ত কোন দলের হাতে ট্রফি উঠবে? চুলচেরা বিশ্লেষণে মজে ক্রিকেটপ্রেমীরা। তবে শুধু ক্রিকেটপ্রেমীরা নন, বিশ্লেষণে নেমেছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সও। বিভিন্ন এআই প্ল্যাটফর্ম বেছে নিচ্ছে সম্ভাব্য আইপিএল চ্যাম্পিয়নকে। তাদের সকলের ভোট পড়ছে একই দলের দিকে।

Advertisement

বিখ্যাত এআই প্ল্যাটফর্ম এক্স গ্রকের মতে, প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবকে উড়িয়ে দিয়েছিল আরসিবি। তাদের দুই ব্যাটার বিরাট কোহলি এবং ফিল সল্ট দুরন্ত ছন্দে রয়েছেন। আহমেদাবাদেও বেশ ভালো রেকর্ড রয়েছে আরসিবির। অন্যদিকে পাঞ্জাব গোটা মরশুমজুড়ে ভালো খেললেও ফাইনালের মতো মঞ্চে খেলার সেরকম অভিজ্ঞতা নেই শ্রেয়স আইয়ারদের। দ্বিতীয় কোয়ালিফায়ারে দারুণ লড়াই করলেও চলতি মরশুমে আরসিবির বিরুদ্ধে হেড টু হেড রেকর্ড চিন্তায় রাখবে পাঞ্জাবকে। ফলে আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল।

আরেক এআই প্ল্যাটফর্ম জেমিনির মতে, আরসিবি আর পাঞ্জাব দুই দলেরই চ্যাম্পিয়ন হওয়ার মশলা রয়েছে। যেভাবে গোটা মরশুমে খেলেছে দুই দল, তাতে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে একজনকে বেছে নেওয়া খুবই কঠিন। নির্দিষ্ট দিনে কে কেমন খেলবে, আবহাওয়া কেমন থাকবে, টসের ফলাফল কী হবে-সমস্ত কিছুর উপরে নির্ভর করবে আইপিএল জেতা। তবে সামান্য হলেও খেতাবি যুদ্ধে আরসিবি এগিয়ে থাকবে। কারণ চলতি মরশুমে তিনবারের মধ্যে দু'বার পাঞ্জাবকে হারিয়েছে আরসিবি।

জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটিও মনে করছে, ফাইনালে ফেভারিট আরসিবি। তার কারণ চলতি মরশুমে দুই দলের হেড টু হেড রেকর্ড। পাঞ্জাব যদিও ভালো রকম লড়াই করবে। রুদ্ধশ্বাস ম্যাচ হতে পারে ফাইনালে। খুব কম ব্যবধানে ফাইনাল জিততে চলেছে আরসিবি, এমনটাই মনে করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রযুক্তির বিচারকে সত্যি প্রমাণ করে খেতাব জিতবে আরসিবি? নাকি মহান অনিশ্চয়তার খেলা ক্রিকেটে সব হিসাব উলটে দিয়ে কাপ যাবে পাঞ্জাবের ডেরায়?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দ্বিতীয় কোয়ালিফায়ারে দারুণ লড়াই করলেও চলতি মরশুমে আরসিবির বিরুদ্ধে হেড টু হেড রেকর্ড চিন্তায় রাখবে পাঞ্জাবকে।
  • আরেক এআই প্ল্যাটফর্ম জেমিনির মতে, আরসিবি আর পাঞ্জাব দুই দলেরই চ্যাম্পিয়ন হওয়ার মশলা রয়েছে।
  • প্রযুক্তির বিচারকে সত্যি প্রমাণ করে খেতাব জিতবে আরসিবি? নাকি মহান অনিশ্চয়তার খেলা ক্রিকেটে সব হিসাব উলটে দিয়ে কাপ যাবে পাঞ্জাবের ডেরায়?
Advertisement