সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি 'সুইং অফ সুলতান'। কিন্তু কে জানত তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে এভাবে মুখ পুড়বে পাকিস্তানের। কথা হচ্ছে ওয়াসিম আক্রমকে নিয়ে। তাঁকে সম্মান জানাতে একটা পূর্ণাবয়ব মূর্তি বসে হায়দরাবাদের নিয়াজ স্টেডিয়ামে। আর তা নিয়ে এখন রীতিমতো হাসাহাসি চলছে।
মূর্তিতে দেখা যাচ্ছে, ১৯৯৯ সালের জার্সি পরে বোলিংয়ে উদ্যত আক্রম। বল করার সময় তাঁর শরীরের বিভঙ্গ যেমন থাকত, ঠিক সেরকমই আদল পেয়েছে মূর্তিখানি। কিন্তু তাঁর মুখের আদলই একেবারে মেলেনি। দেখে মনে হয়েছে '৯৯-এর আক্রম অনেক বেশি বয়স্ক। যা দেখে সোশাল মিডিয়ায় মিমের বন্যা।
এক নেটিজেন লেখেন, 'আক্রম কি নিজে এই স্ট্যাচুটি দেখেছেন? তিনি কি জানেন যে, এই মূর্তি তাঁর?' আর-এক নেট নাগরিকের কথায়, 'এই মূর্তি দেখার পর হয়তো অজ্ঞান হয়ে যাবেন ওয়াসিম ভাই।' অন্য একজনের কথায়, 'আক্রমের এই মূর্তি দেখে আমার রোবট সিনেমার চিট্টির কথা মনে পড়ল।' আর একজন ইউজার লেখেন, 'মূর্তিটি ৯০ শতাংশ হতাশা এবং ১০ শতাংশ সিমেন্ট দিয়ে নির্মিত।'
কেউ আবার লিখেছেন, ওয়াসিমকে সিলভেস্টার স্ট্যালনের মতো লাগছে। আবার একজন লেখেন, 'মনে হচ্ছে ১৯৯৯ বিশ্বকাপের বদলা এভাবেই আক্রমের উপর নেওয়া হল।' উল্লেখ্য, সেই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে হারতে হয়েছিল আক্রমের নেতৃত্বাধীন পাকিস্তানকে।
