shono
Advertisement
Sourav Ganguly

প্রথম কোচিংয়ে নেমেই সাফল্যের শিখরে, প্রিটোরিয়াকে ফাইনালে তুললেন সৌরভ

অধিনায়ক হিসাবে তিনি চূড়ান্ত সফল। ক্রিকেট প্রশাসক হিসাবেও সাফল্যের চূড়া ছুঁয়েছেন। কোচিং কেরিয়ারেও এবার শিখর ছোঁয়ার পালা।
Published By: Subhajit MandalPosted: 12:24 PM Jan 22, 2026Updated: 12:32 PM Jan 22, 2026

অধিনায়ক হিসাবে তিনি চূড়ান্ত সফল। ক্রিকেট প্রশাসক হিসাবেও সাফল্যের চূড়া ছুঁয়েছেন। কোচিং কেরিয়ারেও এবার শিখর ছোঁয়ার পালা। প্রথমবার প্রশিক্ষক হিসাবে নেমেই চূড়ান্ত সফল সৌরভ গঙ্গোপাধ্যায়। গতবারের ব্যর্থতা কাটিয়ে সৌরভের প্রিটোরিয়া এবার উঠে গেল দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগের ফাইনালে। প্লেঅফে সানরাইজার্স ইস্টার্ন কেপ-কে হারিয়ে ফাইনালে টিকিট কাটল প্রিটোরিয়া।

Advertisement

দিল্লি ক্যাপিটালসে ডিরেক্টর অব ক্রিকেট ছিলেন সৌরভ। প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্বেও ছিলেন। কোচ হিসাবে এবারই অভিষেক। প্রথমবার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসাবে এই মরশুমেই দায়িত্ব নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর কোচিংয়ের শুরুটা হল দুর্দান্তভাবে।

প্রিটোরিয়ার জয়। ছবি সংগৃহীত।

বুধবার একপেশে ম্যাচে সানরাইজার্স ইস্টার্ন কেপকে ৭ উইকেটে হারায় প্রিটোরিয়া। এই সানরাইজার্স মোটেই সহজ প্রতিপক্ষ ছিল না। এর আগে বার দু'য়েক দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগের চ্যাম্পিয়নও হয়েছিল এই দলটি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সানরাইজার্স তোলে ৭ উইকেটে ১৭০ রান। জনি বেয়ারস্টো ৫০ এবং জর্ডন হার্মান করেন ৪১ রান। জবাবে ৯ বল বাকি থাকতেই হয়ের লক্ষ্যে পৌঁছে যায় সৌরভের প্রিটোরিয়া। ৩৮ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ব্রেভিস। ব্রাইস পার্সনসও ৪৪ বলে ৬০ রানের ইনিংস খেলেন। পার্সনস বল হাতেও ৩টি উইকেট নিয়েছিলেন। মূলত তাঁর অলরাউন্ড পারফরম্যান্সেই এই সহজ জয় প্রিটোরিয়ার।

প্রথমবার কোচিংয়ে নেমেই দলকে ফাইনালে তুললেন সৌরভ। অথচ টুর্নামেন্টের শুরুটা একেবারেই ভালো হয়নি তাঁর দলের। প্রথম পাঁচ ম্যাচের মাত্র একটিতে জিতেছিলেন। কিন্তু কলকাতার 'মহারাজে'র সবচেয়ে বড় শক্তিই হল তাঁর হার না মানা মানসিকতা। যেটা তিনি নিজের দিলের ক্রিকেটারদের মধ্যেও সঞ্চারিত করেছিলেন। তারপর একের পর এক বড় জয়ে লিগ শীর্ষে থেকে প্লে অফে ওঠে প্রিটোরিয়া। এবার ফাইনাল জয়ের অপেক্ষা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement