shono
Advertisement
Babar Azam

মাঝপথেই বিগ ব্যাশ ছাড়ছেন 'ব্যর্থ' বাবর, 'এবার পাকিস্তানের মুখ পোড়াবে', কটাক্ষ পাক ভক্তদের

ব্যাট হাতে রান পাচ্ছেন না। এমনকি মাঠের মধ্যে 'ন্যাকামি' করার অভিযোগও উঠেছিল। বিগ ব্যাশে বাবর আজমের কাণ্ডকারখানা দেখে বিরক্ত হয়ে পাক ক্রিকেটপ্রেমীরা ধ্বনি তুলেছিলেন, খেলতে হবে না বরং পাকিস্তানে ফিরে আসুন বাবর।
Published By: Anwesha AdhikaryPosted: 02:28 PM Jan 22, 2026Updated: 02:28 PM Jan 22, 2026

ব্যাট হাতে রান পাচ্ছেন না। এমনকি মাঠের মধ্যে 'ন্যাকামি' করার অভিযোগও উঠেছিল। বিগ ব্যাশে বাবর আজমের কাণ্ডকারখানা দেখে বিরক্ত হয়ে পাক ক্রিকেটপ্রেমীরা ধ্বনি তুলেছিলেন, খেলতে হবে না বরং পাকিস্তানে ফিরে আসুন বাবর। সেই কথাই এবার সত্যি হতে চলেছে। বিগ ব্যাশের মাঝপথেই টুর্নামেন্ট ছেড়ে ফিরছেন বাবর আজম।

Advertisement

দিনকয়েক আগে সিডনি ডার্বিতে বারবার ডট বল খেলছিলেন বাবর। বড় রানও করতে পারেননি। শেষ পর্যন্ত আউট হয়ে গিয়ে প্রচণ্ড হতাশ হয়ে পড়েন। মাঠ থেকে বেরনোর সময় বাউন্ডারির দড়িতে সজোরে ব্যাট দিয়ে আঘাত করে যান। ম্যাচের পরও তার রেশ ছিল। ম্যাচের পর দলের সঙ্গে মাঠে নামেননি। এহেন অখেলোয়াড়ি আচরণের কারণেই সিডনি সিক্সার্সের সতীর্থরাও বাবরের উপর যথেষ্ট ক্ষিপ্ত। এমনকি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবরকে খোঁচাও দিয়েছেন স্টিভ স্মিথ।

গোটা ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন পাক ক্রিকেটপ্রেমীদের অনেকেই। সোশাল মিডিয়ায় তাঁদের বক্তব্য ছিল, বিগ ব্যাশে খেলতে নেমে এমন অসম্মানজনক আচরণ করার চেয়ে ভালো বাবর পাকিস্তানে ফিরে আসুন। অস্ট্রেলিয়ার লিগে খেলতে হবে না তাঁকে। শেষ পর্যন্ত সিডনির তরফ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের হয়ে খেলার জন্য এবছরের মতো বিগ ব্যাশে আর খেলবেন না বাবর। তাঁকে ছাড়াই প্লে অফের ম্যাচগুলি খেলবে সিডনি।

তবে এই ঘোষণার পরেই আবারও নেটদুনিয়ায় বাবরকে ঘিরে ট্রোলের বন্যা। সিডনির সমর্থকদের একাংশের বার্তা, 'বাবর যেন আর ফিরে না আসে।' কেউ বা আবার বলছেন, 'বাবর মাঝপথে দল ছাড়ায় আসলে সিডনি ম্যানেজমেন্ট আনন্দে ভাসছে।' কেউ বা আবার বলছেন, 'জাতীয় দলের অজুহাত দিয়ে বাবরকে ঘাড়ধাক্কা দেওয়া হল।' পাক ক্রিকেটপ্রেমীদের একাংশ আবার বলছেন, 'ঘরোয়া ক্রিকেটে মুখ পোড়ানো শেষ। এবার জাতীয় দলের হয়ে মুখ পোড়াবে।' দিনকয়েক পরেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। সেখানে কি সমালোচনার যোগ্য জবাব দিতে পারবেন বাবর?

সিডনির সমর্থকদের একাংশের বার্তা, 'বাবর যেন আর ফিরে না আসে।' কেউ বা আবার বলছেন, 'বাবর মাঝপথে দল ছাড়ায় আসলে সিডনি ম্যানেজমেন্ট আনন্দে ভাসছে।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement