গত বছর এশিয়া কাপ চলাকালীন ক্রিকেটের থেকেও বেশি চর্চা হয়েছিল হ্যান্ডশেক বিতর্ক নিয়ে। পহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাচ্ছেন না ভারতীয় ক্রিকেটাররা। সেই নিয়ে এশিয়া কাপে একের পর এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। আবারও সেই বিতর্ক উসকে দিয়েছে পাকিস্তান। নতুন প্রকাশিত প্রোমোয় সরাসরি কটাক্ষ করা হয়েছে ভারতকে।
টি-২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই পাকিস্তান এই টি-২০ সিরিজ খেলছে। বৃহস্পতিবার সেই সিরিজের প্রোমো প্রকাশিত হয়েছে। সেখানেই ভারতীয় ক্রিকেটারদের অবস্থানকে খোঁচা দিয়েছে পাক বোর্ড। ভিডিওতে দেখা যাচ্ছে, সিরিজ দেখতে পাকিস্তানে পা রেখেছেন অজি ক্রিকেটভক্তরা। তাঁদের স্বাগত জানিয়ে পাকিস্তানি আতিথেয়তার বার্তা দিচ্ছেন পাক অধিনায়ক সলমন আলি আঘা।
কিন্তু প্রোমোর শেষের দিকের একটি দৃশ্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। দেখা যাচ্ছে, হাত না মিলিয়েই ট্যাক্সি থেকে নেমে চলে যাচ্ছেন এক অজি পর্যটক। সেই দেখে ট্যাক্সিচালকের টিপ্পনি, 'আপনি তো হ্যান্ডশেক করতে ভুলে গেলেন। মনে হয় পড়শি দেশ থেকে ঘুরে এসেছেন, ওদের প্রভাব পড়েছে।' এই দৃশ্য দেখে ওয়াকিবহাল মহল বলছে, ভারতের নাম না করলেও এইভাবে ভারত এবং ভারতীয়দেরই নিশানা করেছে পাক বোর্ডের এই নতুন প্রোমো।
উল্লেখ্য, গত বছরের সবচেয়ে বড় ক্রিকেটীয় বিতর্ক ছিল করমর্দনকে ঘিরে। পহেলগাঁও হামলার পর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। কিন্তু প্রথামাফিক বিপক্ষের সঙ্গে হাত মেলাননি ক্রিকেটাররা। সূর্যকুমার যাদবদের এহেন আচরণে ক্ষিপ্ত হয়ে ম্যাচ বয়কটের ডাক দেয় পাকিস্তান। শেষ পর্যন্ত দুই দল করমর্দন না করলেও খেলতে নামে। এই ঘটনার পর থেকে মহিলাদের বিশ্বকাপ, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ-কোনও টুর্নামেন্টেই পাক দলের সঙ্গে হাত মেলায়নি ভারত। আগামী দিনে টি-২০ বিশ্বকাপেও একই অবস্থানে অনড় থাকবেন সূর্যরা, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
