ভারতের সঙ্গে শত্রুতা চলছে। তার জেরে বিপাকে পড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা (Bangladesh Cricketers)। বড়সড় আর্থিক ক্ষতি ভুগতে হচ্ছে লিটন দাসদের। দিনকয়েক আগেই বিখ্যাত ব্যাট প্রস্তুতকারী সংস্থা এসজি কোম্পানি বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি বাতিল করেছিল। এবার শোনা যাচ্ছে, আরেক সংস্থা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজও বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি বাতিল করেছে।
বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে ছাঁটাইয়ের পর থেকেই ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসতে চাইছে না বাংলাদেশ। সেই নিয়ে আইসিসির সঙ্গে রীতিমতো পত্রযুদ্ধ চলছে বাংলাদেশ বোর্ডের। অন্যদিকে, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দিয়েছে সেদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
এহেন পরিস্থিতিতে শোনা গিয়েছে, এসজি কোম্পানি বাংলাদেশ ক্রিকেটারদের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। অনেক বাংলাদেশি ব্যাটার এসজি ব্যাট দিয়ে খেলেছেন। যার মধ্যে সবচেয়ে বড় নাম লিটন দাস। তিনিই আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক। জানা গিয়েছে, বাংলাদেশি খেলোয়াড়দের সঙ্গে সমস্ত কিট স্পনসরশিপ চুক্তি বাতিল করেছে এসজি। ভারতীয় কোম্পানিটি বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে কোনও রকম আগ্রহ দেখায়নি। সূত্রের খবর, এসজি কোম্পানির বহু ব্যাট আগে তৈরি হত বাংলাদেশি কারখানায়। সেখান থেকে ভারতে পাঠানো ব্যাট ছড়িয়ে যেত গোটা বিশ্বে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই উৎপাদনও ধাক্কা খেয়েছে।
তবে এসজিরও আগে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল আরেক ভারতীয় সংস্থা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ। উত্তরপ্রদেশের এই সংস্থা ব্যাট, বল, হেলমেট, গ্লাভসের মতো একাধিক জিনিস তৈরি করে। অজিঙ্ক রাহানে, যুবরাজ সিং, কুমার সঙ্গকারা, মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটাররাও এই সংস্থার তৈরি ব্যাট এবং অন্যান্য জিনিস ব্যবহার করেছেন। বাংলাদেশের শীর্ষ পর্যায়ের চার-পাঁচজন ক্রিকেটারকে স্পনসরও করত এই সংস্থা। কিন্তু গতবছর হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্কে অবনতি ঘটে। সেই সময়েই বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তিতে ইতি টানে সারিন স্পোর্টস।
