shono
Advertisement
Germany

জার্মানিতে জঙ্গি হামলা চালিয়ে শিরোনামে সৌদির নাগরিক! কে এই তালিব?

হামলা চালানোর জন্য বিএমডব্লু ভাড়া করেছিল এই ‘লোন অ্যাটাকার’।
Published By: Biswadip DeyPosted: 02:54 PM Dec 21, 2024Updated: 02:54 PM Dec 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবমুখী জার্মানিতে শোকের ছায়া ঘনিয়েছে শুক্রবার। ভিড়ে ঠাসা রাস্তায় বেপরোয়া গাড়ি পিষে দিয়েছে ২ জনকে। আগত ৬৮। আর এই হামলায় গ্রেপ্তার করা হয়েছে সৌদি আরবের এক চিকিৎসককে। ৫০ বছরের ওই চিকিৎসক সম্পর্কে নানা তথ্য হাতে এসেছে পুলিশের। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে, হামলাকারীর নাম তালেব এ। হামলা চালানোর জন্য বিএমডব্লু ভাড়া করেছিল এই ‘লোন অ্যাটাকার’। সে প্রাক্তন মুসলিম এবং ইসলামের কড়া সমালোচক। জার্মানির এক অতি দক্ষিণপন্থী পার্টি 'অল্টারনেটিভ ফর জার্মানি' তথা এএফডির সদস্য ছিল সে। ২০০৬ সাল থেকে সে জার্মানির বাসিন্দা। আর সেদেশে আসার পরই wearesaudi.net নামে একটি ওয়েবসাইট তৈরি করে তালেব। যে ওয়েবসাইটের লক্ষ্য ছিল, সৌদি ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলি থেকে পালানো প্রাক্তন মুসলিমদের সাহায্য করা। এবং এভাবেই তথ্য আদানপ্রদানের একটা নেটওয়ার্ক তৈরি করা। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে নারী পাচার ও জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে সৌদিতে 'ওয়ান্টেড' তকমা রয়েছে তার নামে।

এএফপি সূত্রে খবর, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটে জার্মানির রাজধানী বার্লিন থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত ম্যাগডেবার্গ শহরে। সেখানকার ক্রিসমাস মার্কেটে তখন প্রচুর মানুষের ভিড়। সকলেই ব্যস্ত কেনাকাটায়। এমন সময় ওই বাজারে ঢুকে পড়ে একটি বেপরোয়া গতির কালো রঙের বিএমডব্লু। পুলিশ জানিয়েছে, টাউন হল স্কোয়ারের কাছে পৌঁছনোর আগে ওই রাস্তা দিয়ে অন্তত ৪০০ মিটার এগিয়ে যায় ঘাতক গাড়িটি। ধাক্কায় এদিক-ওদিক ছিটকে পড়েন অনেকে। মুহূর্তের মধ্যে গোটা রাস্তা রক্তে ভেসে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উৎসবমুখী জার্মানিতে শোকের ছায়া ঘনিয়েছে শুক্রবার। ভিড়ে ঠাসা রাস্তায় বেপরোয়া গাড়ি পিষে দিয়েছে ২ জনকে। আগত ৬৮।
  • আর এই হামলায় গ্রেপ্তার করা হয়েছে সৌদি আরবের এক চিকিৎসককে।
  • ৫০ বছরের ওই চিকিৎসক সম্পর্কে নানা তথ্য হাতে এসেছে পুলিশের। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement