সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির শহরে পাঁচ ইনিংসে তিনটি সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। ২৮০ দিন পর সেঞ্চুরি করেছেন ‘কিং’। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর ইনিংস দেখে আবেগতাড়িত টিম ইন্ডিয়ার সতীর্থরাও। এমনকী কোহলির সেঞ্চুরির পর ড্রেসিংরুমে উঠে দাঁড়িয়ে বাঁধনহারা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় রোহিত শর্মাকেও। একটা সময় বোধহয় মুখের ভাষায় লাগাম ছাড়াল। কিন্তু সত্যিই কি 'গালি' দিয়েছিলেন রোহিত? পাশে দাঁড়িয়ে থাকা অর্শদীপ সিং সেই নিয়ে মুখ খুললেন।
ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, কোহলির সেঞ্চুরির পর ড্রেসিংরুমে দাঁড়িয়ে প্রবল উচ্ছ্বাস প্রকাশ করছেন রোহিত। কিন্তু একটা সময় আবেগের মাত্রা ছাড়ায়। মুখ থেকে খুব সম্ভবত কটু কথাও বেরিয়ে আসে। যা নিয়ে সোশাল মিডিয়ায় তুমুল চর্চা। আসলে মাস কয়েক আগে রোহিত, বিরাটের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল। ‘রো-কো’ ২০২৭ বিশ্বকাপ খেলবেন কি না, চর্চা চলছিল। এই পরিস্থতিতে দু’জনেই রান পেয়েছেন।
তবে ভিন্নমত অর্শদীপ। ভারতের তারকা পেসার তখন রোহিতের পাশেই দাঁড়িয়েছিলেন। ফলে তাঁর জানার কথা হিটম্যান কী বলেছিলেন? অনেকেই তাঁকে সেই প্রশ্ন করেছিলেন। এবার অর্শদীপ ফাঁস করলেন, রোহিত কী বলেছিলেন? ইনস্টাগ্রামে ভিডিওবার্তায় অর্শদীপ বলেন, "আমি সত্যি বলছি রোহিত ভাই কী বলেছে? ও বলেছে, 'নীলি পরী, লাল পরী। কামরে মে বন্ধ, মুঝে নাদিয়া পসন্দ।" বলতে বলতে অর্শদীপ নিজেই হেসে ফেলেন। অর্থাৎ, রোহিত মোটেই এই শিশুভোলানো ছড়া বলেননি। এই ছড়াটি পরে মিম হিসেবেও ব্যবহৃত হয়েছে। তিনি আসলে কী বলেছিলেন, সেটা ভিডিও দেখে অনেকেই আন্দাজ করে নিচ্ছেন।
