shono
Advertisement
Ashes 2025-26

দু'দিনেই শেষ টেস্ট, পারথের সেই পিচকেই 'খুব ভালো' বলল আইসিসি

ভারতের পিচ নিয়ে কী বলল আইসিসি?
Published By: Prasenjit DuttaPosted: 01:57 PM Nov 27, 2025Updated: 03:03 PM Nov 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩৭ বছরের মধ্যে দ্রুততম অ্যাশেজ টেস্ট (Ashes 2025-26) দেখেছে ক্রিকেটবিশ্ব। পারথে দু'দিনের 'শুটআউটে' প্রথম দিনেই পড়েছিল ১৯ উইকেট। সেই পিচকে 'খুব ভালো' আখ্যা দিয়েছে আইসিসি। প্রশ্ন হল, কলকাতায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ শেষ হয়েছিল মাত্র আড়াই দিনে। ইডেন গার্ডেন্সের সেই পিচ সম্পর্কে কী বলেছে আইসিসি?

Advertisement

ইডেনের পিচ নিয়ে আপাতত কোনও টুঁ শব্দটি করেনি আইসিসি। এই পিচ নিয়ে কম বিতর্ক হয়নি। সেখানে মাত্র আড়াই দিনে টেস্ট জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায় ভারত। তবে তার আগে ভারতে এসে টেস্ট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। খেলা হয়েছিল আহমেদাবাদ এবং দিল্লিতে। খেলা শেষ হয়েছিল তিন এবং পাঁচ দিনে। দুই ভেন্যুর পিচকেই 'সন্তোষজনক' বলেছে আইসিসি।

তবে পিচে মাত্র দু'দিনে অ্যাশেজ টেস্ট শেষ হয়েছিল, সেই পিচকে পারথের ম্যাচ রেফারি 'খুব ভালো' আখ্যা দিয়েছেন। সেখানে নাকি ব্যাট-বলের দারুণ লড়াই দেখা গিয়েছে। প্রশ্ন হল, আইসিসি'র রেটিংয়ে 'খুব ভালো' আখ্যা পায় কোন পিচ? নিয়ম হল, যে পিচে শুরুতে ধারাবাহিক বাউন্স থাকে, বল ভালোভাবে ব্যাটে আসে, সেই পিচকে 'খুব ভালো' আখ্যা দেওয়া হয়। কিন্তু যে পিচে চার ইনিংস মিলিয়ে মাত্র ৮৪৭ বলেই টেস্ট শেষ হয়েছে, সেই পিচ আইসিসি'র রেটিংয়ে 'খুব ভালো' কীভাবে হল?

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান জেমস আলসপ আইসিসি'র সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, "এই রেটিংই প্রমাণ করে পারথে ব্যাট এবং বলের সমান লড়াই দেখা গিয়েছে। দুই দলই অনবদ্য পেস বোলিং করেছে। ম্যাচটাও হড্ডাহাড্ডি হয়েছে। সেই কারণে দু'দিনেই টেস্ট শেষ হয়ে গিয়েছে।" উল্লেখ্য, ১৮৮৮-র পর এই প্রথম কোনও অ্যাশেজ টেস্ট শেষ হয়েছিল দু’দিনের কম সময়ে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৩৭ বছরের মধ্যে দ্রুততম অ্যাশেজ টেস্ট দেখেছে ক্রিকেটবিশ্ব।
  • পারথে দু'দিনের 'শুটআউটে' প্রথম দিনেই পড়েছিল ১৯ উইকেট।
  • সেই পিচকে 'খুব ভালো' আখ্যা দিয়েছে আইসিসি।
Advertisement