shono
Advertisement
Asia Cup 2025

'যে কোনও দলকে হারাতে পারি', ফাইনালে উঠেই বদলার হুঙ্কার পাক অধিনায়কের

প্রথমবার এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।
Published By: Subhajit MandalPosted: 10:25 AM Sep 26, 2025Updated: 10:27 AM Sep 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪১ বছর। ১৭টি এশিয়া কাপ। অবশেষে প্রথমবার এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। চলতি এশিয়া কাপে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আগের দু'ম্যাচেই ভারতের কাছে একপেশেভাবে পরাস্ত হয়েছে পাকিস্তান। কিন্তু ফাইনালে উঠেই পাক শিবির রীতিমতো হুঙ্কার ছাড়ছে। এবার নাকি তাঁরা বদলা নিতে প্রস্তুত।

Advertisement

বৃহস্পতিবার সুপার ফোরে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে পাকিস্তান। এদিন প্রথমে ব্যাট করে ১৩৫-৮ করে পাকিস্তান। টপ অর্ডার ব্যর্থ হলেও হ্যারিস রউফ (৩১), মহম্মদ নওয়াজ (২৫) ব্যাট হাতে টানেন দলকে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশও নিয়মিতভাবে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ১২৪-৯ রানে ওপার বাংলার টাইগাররা। বৃহস্পতিবারের জয়ের পরই পাক অধিনায়ক সলমন আলি আঘা হুঙ্কার দিয়ে রাখলেন, তাঁর দল নাকি স্পেশ্যাল। যে কোনও দলকে হারানোর সামর্থ্য রাখে।

পাক অধিনায়ক বাংলাদেশের বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের পর বলছেন, "এই ধরনের জয়ই বুঝিয়ে দেয় দলটা কতটা স্পেশ্যাল। প্রত্যেকে ভালো পারফর্ম করেছে। হ্যাঁ ব্যাটিংয়ে কিছুটা উন্নতি করতে হবে। তবে আমরা সেটা সামলে নেব।" টুর্নামেন্টে তৃতীয়বার ভারতের মুখোমুখি হওয়া নিয়ে সলমন আলি আঘার বক্তব্য, "আমরা খুবই উত্তেজিত। জানি ভারতকে হারাতে কী কী করতে হবে। আমাদের টিমের যা শক্তি তাতে আমরা যে কোনও দলকে হারাতে পারি। রবিবারও আমরা ভারতকে হারানোর চেষ্টা করব।"

ভারতের বিরুদ্ধে দু'ম্যাচ বাদ দিলে এশিয়া কাপে ভালো ফর্মে শাহিন শাহ আফ্রিদি। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও বেশ ভালো খেলছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধেও ম্যাচের সেরা হয়েছেন শাহিন। ভারতের বিরুদ্ধে লজ্জার রেকর্ড শুধরে নিতে চান তিনি। পাক তারকা বলছেন, ফাইনালের জন্য মুখিয়ে আছি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথমবার এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।
  • চলতি এশিয়া কাপে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
  • ফাইনালে উঠেই পাক শিবির রীতিমতো হুঙ্কার ছাড়ছে।
Advertisement