shono
Advertisement
BCCI

ফের লক্ষ্মীলাভ! কোহলি-গিলদের 'রাঙাতে' কোটি কোটি টাকার চুক্তি বিসিসিআইয়ের

কোন সংস্থার সঙ্গে চুক্তি করল বোর্ড?
Published By: Arpan DasPosted: 03:15 PM Nov 25, 2025Updated: 03:15 PM Nov 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের লক্ষ্মীলাভ বিসিসিআই। এবার ৪৫ কোটি টাকা ঢুকছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পকেটে। জার্সির স্পনসর ছাড়া অন্যান্য স্পনসরশিপ থেকেই বোর্ডের আয় হতে চলেছে প্রায় ২০০ কোটি টাকা। এবার 'অফিশিয়াল কালার পার্টনার' হিসেবে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে এশিয়ান পেইন্টস।

Advertisement

অনলাইন গেমিং সংস্থার সঙ্গে চুক্তি ভাঙার পর অ্যাপোলো টায়ার্স ভারতীয় ক্রিকেট দলের জার্সির মূল স্পনসর। সেই জন্য ৫৭৯ কোটি দিচ্ছে ওই সংস্থা। এর বাইরে আরও কয়েকটি সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে বোর্ডের। যার মধ্যে আছে ক্যাম্পা, এসবিআই লাইফ ও অ্যাটমবার্গ। এদের মাধ্যমে বোর্ডের আয় হয় যথাক্রমে ৪৮ কোটি, ৪৭ কোটি ও ৪১ কোটি। এবার এশিয়ান পেইন্টসের সঙ্গে ৪৫ কোটি টাকার চুক্তি হওয়ায় বোর্ডের আয় দাঁড়াল ১৮০ কোটি টাকা।

জানা গিয়েছে, আগামী তিন বছর বোর্ডের সঙ্গে চুক্তি থাকবে ওই রং প্রস্তুতকারক সংস্থার। ওই সময়ে ভারতের মাটিতে ভারতের পুরুষ দল, মহিলা দল ও ঘরোয়া ক্রিকেটে মোট ১১০টি ম্যাচের জন্য তারা চুক্তিবদ্ধ থাকবে।

অ্যাপোলো টায়ার্স স্পনসর হিসেবে বিসিসিআইকে ম্যাচ পিছু ৪.৫ কোটি টাকা দেয়। যেখানে ড্রিম ১১ দিত ম্যাচ পিছু ৪ কোটি টাকা। ২০২৮ সাল পর্যন্ত নতুন স্পনসরের সঙ্গে চুক্তি হবে। সব মিলিয়ে ৫৭৯ কোটি টাকা দিতে হবে। এই সময়কালের মধ্যে ভারতীয় দলের ১৩০টি ম্যাচ থাকবে। উল্লেখ্য, ড্রিম ১১-এর সঙ্গে আগামী বছরের মার্চ পর্যন্ত বিসিসিআইয়ের চুক্তি ছিল। প্রধান স্পনসর হিসাবে তিন বছরে ৩৫৮ কোটি টাকার চুক্তি ছিল দু’পক্ষে। অন্যদিকে, মাই ১১ সার্কেল অ্যাসোসিয়েট স্পনসর হিসাবে পাঁচ বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি ছিল। কিন্তু ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল’ পাশ হওয়ার পর এই দুই সংস্থাই বৈধতা হারিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের লক্ষ্মীলাভ বিসিসিআই। এবার ৪৫ কোটি টাকা ঢুকছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পকেটে।
  • জার্সির স্পনসর ছাড়া অন্যান্য স্পনসরশিপ থেকেই বোর্ডের আয় হতে চলেছে প্রায় ২০০ কোটি টাকা।
  • এবার 'অফিশিয়াল কালার পার্টনার' হিসেবে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে এশিয়ান পেইন্টস।
Advertisement