সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝসমুদ্রে গুরুতর আহত হন এক পাকিস্তানি নাগরিক। দ্রুত চিকিৎসা করে তাঁর প্রাণ বাঁচালেন ভারতীয় নৌসেনার জওয়ানেরা। এই ঘটনা গত শুক্রবারের। একটি ইরানি মাছ ধরার নৌকা আল ওমেদি যোগাযোগ করে ভারতীয় নৌসেনার নজরদারি জাহাজ আইএনএস ত্রিকাণ্ডের সঙ্গে। ইরানি ট্রলারের কর্মী পাকিস্তানি নাগরিক আহত হওয়ার পরেই সাহায্য চেয়ে আইএনএস ত্রিকাণ্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।
নৌসেনা সূত্রে জানা গিয়েছে, ওই ইরানি ট্রলারে ১১ জন পাকিস্তানি ছিলেন। তাঁদের মধ্যে ৯ জন বালোচ। আহত পাকিস্তানি নাগরিকও একজন বালোচ। ট্রলারের ওই কর্মী ইঞ্জিনে কাজ করার সময় আঙুলে গুরুতর চোট পান। একাধিক হাড়ে চিড় ধরেছিল তাঁর। প্রচুর রক্তক্ষয় হয়। আহত ব্যক্তিকে ইরানমুখী অন্য একটি ট্রলারে তুলে দেওয়া হয়েছিল। খবর পেয়ে আইএনএস ত্রিকাণ্ড দ্রুত সেই দ্বিতীয় ট্রলারে কাছে পৌঁছে যায়।
মাছ ধরার নৌকোতেই পাকিস্তানি নাগরিকের চিকিৎসা করা হয়। প্রায় তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। নৌসেনার জওয়ানেরা এই সাহায্য না-করলে ওই ব্যক্তির আঙুল সম্পূর্ণ বাদ দিতে হত। গ্যাংগ্রিন হওয়ারও সম্ভাবনা ছিল। জখম পাকিস্তানি নাগরিককে অ্যান্টিবায়োটিক এবং অন্য ওষুধ দিয়েও সাহায্য করেন ভারতীয় জওয়ানরা।