shono
Advertisement
MS Dhoni

এখনই অবসর নয়? প্রথমবার পডকাস্টে এসে ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন ধোনি

৪৩ বছরের ধোনির ফর্ম নিয়ে প্রবল সমালোচনা চলছে।
Published By: Arpan DasPosted: 03:24 PM Apr 06, 2025Updated: 03:24 PM Apr 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় তিনি একেবারেই থাকেন না। সে অর্থে সাক্ষাৎকার দিতেও দেখা যায় না তাঁকে। এবার সেই মহেন্দ্র সিং ধোনিকেই দেখা গেল পডকাস্টে। সেখানে জীবনের একাধিক অধ্যায় নিয়ে কথা বললেন। আর অবশ্যই আসল অবসরের প্রসঙ্গ। সাম্প্রতিক সময়ে তাঁর ফর্ম নিয়ে নানা কথা হচ্ছে। কিন্তু ৪৩ বছরের ধোনি কি এখনই অবসরের কথা ভাবছেন?

Advertisement

ঠিক এই প্রশ্নটাই করেছিলেন ইউটিউবার রাজ শামানি। তার উত্তরে ধোনি জানান, "এখনই নয়। আমি এখন আইপিএল খেলছি। বিষয়টা আমি সহজভাবে দেখতে চাই। ব্যাপারটা এক বছর হিসেবে দেখা যাক। আমার বয়স এখন ৪৩। এবারের আইপিএল শেষ হতে হতে ৪৪ বছর হয়ে যাবে। তারপর অন্তত ১০ মাস সময় পাওয়া যাবে। তখনই সিদ্ধান্ত নেওয়া যাবে আমি খেলব কি না খেলব না।"

সেই সঙ্গে তিনি জানাচ্ছেন, "কিন্তু সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আমার হাতে নেই। শরীরের অবস্থা বুঝে সিদ্ধান্ত নেব। হাতে এখনও এক বছর সময় আছে। তখনই দেখা যাক।" গতবার আইপিএলে হাঁটুর চোট নিয়ে খেলেছিলেন। এবারও চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, টানা ১০ ওভার ব্যাট করার মতো পরিস্থিতিতে নেই ধোনি। ব্যাট করতেও অনেকটা নীচের দিকে নেমেছেন। সেই আগুনটাও যেন কিছুটা কমেছে। তবে একই সঙ্গে ফ্লেমিং জানিয়েছেন, ধোনির সঙ্গে অবসর নিয়ে কোনও কথা হয়নি।

ওই পডকাস্টের সঙ্গেই ধোনির নিজস্ব অ্যাপও সামনে এসেছে। অ্যাপটির নামও ধোনি। সেখানে নিজের জীবনের বহু গল্প ভাগ করে নেবেন স্বয়ং ধোনি। সোশাল মিডিয়ায় খুব একটা সক্রিয় না থাকলেও এই অ্যাপে জীবনের অনেক কথা জানাবেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোশাল মিডিয়ায় তিনি একেবারেই থাকেন না। সে অর্থে সাক্ষাৎকার দিতেও দেখা যায় না তাঁকে।
  • এবার সেই মহেন্দ্র সিং ধোনিকেই দেখা গেল পডকাস্টে।
  • সেখানে জীবনের একাধিক অধ্যায় নিয়ে কথা বললেন। আর অবশ্যই আসল অবসরের প্রসঙ্গ।
Advertisement