shono
Advertisement
BBL

বিগ ব্যাশ খেলতে গিয়ে খারাপ গাড়ি! ঠেলতে ঠেলতে স্টেডিয়ামে গেলেন নাইট তারকার চার সতীর্থ

ম্যাচের সময় সেটা নিয়ে মশকরাও করলেন ধারাভাষ্যকাররা।
Published By: Arpan DasPosted: 04:42 PM Dec 31, 2025Updated: 04:42 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুক্ষণ পর শুরু হবে ম্যাচ। প্রস্তুতি তুঙ্গে। আর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের পারথ স্কচার্সের কয়েকজন প্লেয়ার কী করছেন? না, গাড়ি ঠেলছেন। স্টেডিয়ামে আসার পথে এমনই অবস্থা হল চার ক্রিকেটারের। যে দলে খেলেন কলকাতা নাইট রাইডার্সের নতুন ক্রিকেটার ফিন অ্যালেন। ম্যাচের সময় আবার সেটা নিয়ে প্লেয়ারদের সঙ্গে মশকরাও করলেন ধারাভাষ্যকাররা।

Advertisement

বিবিএলে মঙ্গলবার সিডনি থান্ডারের বিরুদ্ধে ম্যাচ ছিল পারথ স্কচার্সের। দিব্যি উবের করে স্টেডিয়ামে আসছিলেন পারথের চার ক্রিকেটার- লরি ইভান্স, অ্যাশটন আগার, অ্যারন হার্ডি ও মাহলি বিয়ার্ডম্যান। কিন্তু মাঝপথে বিপত্তি। আচমকাই গাড়িটা খারাপ হয়ে যায়। চারজন ক্রিকেটার গাড়ি থেকে নামতে বাধ্য হন। সেখানেই শেষ নয়। ধাক্কা দিয়ে সেই গাড়িটি চালু করতে সাহায্য করেন। তারপর সেই গাড়িটাতেই উঠে তাঁরা স্টেডিয়ামে আসেন।

বিষয়টি প্রকাশ্যে আসে ম্যাচ চলাকালীন। সিডনি যখন ব্যাট করতে নামে, তখন ম্যাচের ধারাভাষ্যকার অ্যারন ফিঞ্চ সরাসরি কথা বলেন পারথের লরি ইভান্সের সঙ্গে। সেখানে ফিঞ্চ বলেন, একজন দর্শক তাঁদের একটি ভিডিও পাঠিয়েছেন। যেখানে দেখা যায়, চার ক্রিকেটার গাড়ি ঠেলছেন। সেটি কি সত্যি? স্বীকার করে নেওয়া ছাড়া উপায় ছিল না ইভান্সের কাছে। তিনি হাসতে হাসতেই ব্যাপারটি মেনে নেন। সঙ্গে বলেন, "এভাবে কখনও স্টেডিয়ামে আসিনি। স্টেডিয়ামে আসার নতুন পদ্ধতি আবিষ্কার করে ভালোই লাগছে।"

এত 'পরিশ্রম' সত্ত্বেও ম্যাচে সহজেই জিতল পারথ। প্রথমে ব্যাট করে তারা ২০২ রান তোলে। কেকেআরের নতুন ব্যাটার ফিন অ্যালেন করেন ১১ রান। ইভান্স করেন ১০ রান। জবাবে ডেভিড ওয়ার্নারের সিডনি থান্ডার্স থেমে যায় ১৩১ রানে। গাড়ি ঠেলেও ২ উইকেট নেন অ্যারন হার্ডি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কিছুক্ষণ পর শুরু হবে ম্যাচ। প্রস্তুতি তুঙ্গে।
  • আর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের পারথ স্কচার্সের কয়েকজন প্লেয়ার কী করছেন? না, গাড়ি ঠেলছেন।
  • স্টেডিয়ামে আসার পথে এমনই অবস্থা হল চার ক্রিকেটারের।
Advertisement