সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছে ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের সচিব আখতার হোসেন বৃহস্পতিবার বলেন এই কথা। তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন বলেছেন, এনসিপি-র আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, 'দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার এই অধিকার পুনরুদ্ধার হওয়া আমাদের গণতান্ত্রিক লড়াইয়েরই একটি ইতিবাচক প্রতিফলন।'
এনসিপি নেতা আখতার হোসেন বলেন, 'দেশে নির্বাচনের তারিখ ঘোষণা হলেও নির্বাচন হবে কি না, এ নিয়ে মানুষের মধ্যে শঙ্কা ছিল। এমন প্রেক্ষাপটে তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হলো।' এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব মনে করেন, তারেক রহমান দলীয় রাজনীতির বাইরে জাতীয় রাজনীতিতে কী ভূমিকা রাখেন, সেদিকে সবার নজর থাকবে। এদিকে, দেশে ফেরার দিনই তাঁকে সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মির আরশাদুল হক। আসন্ন নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে লড়বেননা বলেও জানিয়েছেন তিনি। মীর এনসিপিতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে জামাতে ইসলামি। আমির শফিকুর রহমান বলেছেন, তাঁর একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন, এই ঘটনাকে তিনি ইতিবাচকভাবে দেখছেন। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমানের কী ভূমিকা থাকবে এবং তাঁর কী পরিকল্পনার দিকে জামাত নজর রাখবে।
এদিকে, তারেকের ফেরা বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ করবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, 'আমরা তারেক রহমানকে স্বাগত জানাই। উনি বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা এবং আমি বলব তাঁর বাংলাদেশে আসা খুবই একটা ইতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা উনি আসলে সেটা পূরণ হবে।'
