shono
Advertisement
Gautam Gambhir

টেস্টে 'নিম্নগামী' পারফরম্যান্স! গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে বোর্ড? মুখ খুললেন বিসিসিআই সচিব

গুয়াহাটিতে হারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে অনেকটাই দূরে সরে যাবে ভারত।
Published By: Arpan DasPosted: 10:30 AM Nov 22, 2025Updated: 03:30 PM Nov 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৩ থেকে ২০২৪-র মধ্যে দেশের মাটিতে মাত্র ৪টে টেস্ট হেরেছিল ভারত। গত এক বছরে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) টিম ইন্ডিয়া। দেশে তাঁর ‘আবদারি’ পিচ নিয়েও অনেক প্রশ্ন উঠছে। তারপরও লাল বলে প্রত্যাশিত সাফল্য নেই। তাঁর অপসারণের দাবিও উঠছে বিভিন্ন মহলে। কিন্তু বোর্ড কি গম্ভীরের উপর আস্থা রাখতে পারছে? সেই বিষয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া।

Advertisement

ইডেন টেস্টে বুমেরাং হয়ে ফিরেছে টার্নার পিচ। তারপরও গম্ভীর পিচকে দায়ী করতে রাজি নন। তাছাড়া দলে কে কোথায় খেলবে, সেটাও নিশ্চিত নয়। অতিরিক্ত পরীক্ষানিরীক্ষাও দলের ক্ষতি করছে। অনেকের মতে গম্ভীরের ‘গোয়ার্তুমি’র ফল ভোগ করতে হচ্ছে ভারতকে। সাদা বলের ক্রিকেটে নিঃসন্দেহে গম্ভীর সাফল্য এনে দিয়েছেন। কিন্তু লাল বলের ক্রিকেটে ভারতের পারফরম্যান্স ক্রমশ নিম্নগামী।

তারপরও গম্ভীরের উপর ভরসা হারাচ্ছেন না বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া। গুয়াহাটি টেস্টের আগে তিনি জানান, "নির্বাচক হোক, প্রধান কোচ বা খেলোয়াড়রা, সবার উপর আমাদের ভরসা রয়েছে। আমরা কাউকে আলাদা করে দেখি না। সবার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। সেই কারণেই তাঁরা ভালো পারফর্ম করছেন। ম্যাচ হারলে তো সোশাল মিডিয়ায় কথা উঠবেই।"

এই 'ভালো' পারফরম্যান্সের উদাহরণ হিসেবে সইকিয়া একাধিক উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, "আমরা এই সমালোচনাগুলো নিয়ে মাথা ঘামাই না। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। এশিয়া কাপে অসাধারণ পারফর্ম করে ট্রফি জিতেছি। ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে সিরিজে সমতা ফিরিয়েছি।" তবে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জাজনক ভাবে হেরেছে ভারত। গুয়াহাটিতে হারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে অনেকটাই দূরে সরে যাবে। তখনও কি এই ভরসা জোগাবে বোর্ড?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০১৩ থেকে ২০২৪-র মধ্যে দেশের মাটিতে মাত্র ৪টে টেস্ট হেরেছিল ভারত।
  • গত এক বছরে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছে গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া।
  • দেশে তাঁর ‘আবদারি’ পিচ নিয়েও অনেক প্রশ্ন উঠছে। তারপরও লাল বলে প্রত্যাশিত সাফল্য নেই।
Advertisement