shono
Advertisement
Delhi Air Pollution

দিল্লির বাতাসে বিষ! প্রথম সারির টুর্নামেন্ট সরাতে বাধ্য হল বিসিসিআই

কোথায় স্থানান্তরিত হয়েছে টুর্নামেন্ট?
Published By: Prasenjit DuttaPosted: 01:09 PM Nov 21, 2025Updated: 01:59 PM Nov 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূষণের এক সমার্থক শব্দ হয়ে উঠেছে দিল্লি (Delhi Air Pollution)। গত কয়েক বছর ধরেই এই একই ছবি দেখা যাচ্ছে। চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি। ভীষণই খারাপ পর্যায়ে এখানকার দূষণ। একদিকে ধোঁয়াশার ঘনত্ব, অন্যদিকে বায়ুর গতিবেগ একেবারে মৃদু- যার ফলে দূষণ লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে বিসিসিআই তাদের প্রথম সারির টুর্নামেন্ট দিল্লি থেকে সরিয়ে নিতে বাধ্য হল।

Advertisement

কোন টুর্নামেন্ট স্থানান্তরিত? অনূর্ধ্ব-২৩ একদিনের টুর্নামেন্টের নকআউট পর্ব দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, পুরুষদের এই ওয়ানডে টুর্নামেন্টের বাকিটা হবে মুম্বইয়ে। ম্যাচগুলি আয়োজিত হবে ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে। যা পরিচালনা করবে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দিল্লি থেকে টুর্নামেন্ট স্থানান্তরের ব্যাপারে বিসিসিআই ইতিমধ্যেই এমসিএ-কে জানিয়েছে। বলা হয়েছে নকআউট ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার কথাও। মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তার কথায়, "এ ব্যাপারে বিসিসিআইয়ের তরফে আমাদের কাছে ফোনও এসেছে। আমাদের জানানো হয়েছে, রাজধানীতে বায়ুদূষণের কারণে অনূর্ধ্ব-২৩ ওয়ানডে টুর্নামেন্টের নকআউট পর্ব মুম্বইয়ে আয়োজিত হবে।

প্রসঙ্গত, দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। তাই ‘ক্লাউড সিডিং’-এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। তার ট্রায়ালও হয়। তাতে লাভের লাভ কিছু হয়নি। বরং লাফিয়ে বাড়ছে দূষণ। সময়সীমা বেঁধে দীপাবলিতে ‘সবুজ বাজি’তে সম্মতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে সে সময়সীমা বাস্তবে কার্যকর হয়নি। রাতভর অবিরাম আতশবাজির দৌরাত্ম্যে দূষণে হয়ে উঠেছিল দিল্লির বাতাস। বাতাসের গুণগত মান (AQI) ৪৫১-তে পৌঁছে যায়। যা ‘ভীষণ খারাপ’ পর্যায়ে পড়ে। এরপরেও ‘দমবন্ধ’ অবস্থা কাটেনি দিল্লির। আর এই পরিবেশে বাড়ছে অসুস্থতা। বাড়ছে উদ্বেগ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর মতে, দিনে সাতটার বেশি সিগারেট সেবন করলে ফুসফুসে যে পরিমাণ ক্ষতি হয়, বর্তমানে দিল্লির বাতাসে শ্বাস নিলে, সেই পরিমাণ ক্ষতি হতে পারে। এই পরিস্থিতিতে টুর্নামেন্ট সরে গেল রাজধানী থেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভীষণই খারাপ পর্যায়ে এখানকার দূষণ।
  • একদিকে ধোঁয়াশার ঘনত্ব, অন্যদিকে বায়ুর গতিবেগ একেবারে মৃদু- যার ফলে দূষণ লাফিয়ে বাড়ছে।
  • এই পরিস্থিতিতে বিসিসিআই তাদের প্রথম সারির টুর্নামেন্ট দিল্লি থেকে সরিয়ে নিতে বাধ্য হল।
Advertisement