সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত খেলার পর সুযোগ পাননি এশিয়া কাপের মূল স্কোয়াডে। ছিলেন রিজার্ভ দলে। সেই ওয়াশিংটন সুন্দর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়েছেন। এর জন্য 'ইমপ্যাক্ট প্লেয়ার অফ দ্য সিরিজে'র পুরস্কারও পেলেন তিনি।
রবিবার বিসিসিআই 'ড্রেসিংরুম বিটিএস' শীর্ষক একটি পোস্ট করে। সেখানে দেখা যায়, টিম অপারেশনস ম্যানেজার রাহিল খাজা 'ইমপ্যাক্ট প্লেয়ার অফ দ্য সিরিজে'র পুরস্কার দেন ওয়াশিংটন সুন্দরকে। হাসিমুখে তা গ্রহণ করেন ভারতীয় অলরাউন্ডার। ২৬ বছর বয়সি এই ক্রিকেটার জানান, অস্ট্রেলিয়ায় ভালো খেলার পর এই স্বীকৃতি তাঁর কাছে অর্থবহ।
ওয়াশিংটনের কথায়, "অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ পাওয়াটা অসাধারণ অভিজ্ঞতা। দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে।" গোটা সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ওয়াশি। তাঁর অন্তর্ভুক্তিতে দলের গভীরতা বেড়েছিল। তৃতীয় টি-টোয়েন্টিতে ছ'নম্বরে ব্যাট করতে নেমে ২৩ বলে ৪৯ রানের ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। তাঁর ইনিংসে ভর করেই সিরিজে সমতায় ফেরে ভারত। চতুর্থ ম্যাচে ৩ রানে ৩ উইকেট পান তিনি।
খাজাকে সম্মান জানিয়ে ওয়াশিংটন আরও বলেন, "তাঁর কাছে এই পদক পাওয়াটা সত্যিই অসাধারণ অনুভূতি। আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেক দিন নিরলস পরিশ্রম করেন। তাঁর পরিশ্রমে আমাদের কাজ অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়।" ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর বোলিং গড় ২২-এর আশপাশে। ইকোনমি রেট ৭-এর কম। অন্যদিকে, ব্যাটিং স্ট্রাইক রেট ১৩৪-এর উপরে। উল্লেখ্য, বিসিসিআই সম্প্রতি চালু করেছে ইমপ্যাক্ট প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কার দেওয়া। কোনও দ্বিপাক্ষিক সিরিজে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।
