স্টাফ রিপোর্টার: সব কিছু ঠিকঠাক চললে আসন্ন আইপিএলে বলের উপর লালার ব্যবহার নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড। বলে লালার ব্যবহার নিয়ে আইসিসির নিষেধাজ্ঞা সরিয়ে দেওয়া হতে পারে আইপিএল থেকেই। তবে পুরোটাই বিভিন্ন টিমের অধিনায়কদের মতামতের উপর ছাড়া হচ্ছে।

বৃহস্পতিবার মুম্বইয়ে ক্যাপ্টেন্স মিটিং ডেকেছে ভারতীয় বোর্ড। যে বৈঠক হবে বোর্ডের হেড কোয়ার্টারে। সেই বৈঠকে দশ আইপিএল টিমের অধিনায়করা উপস্থিত থাকবেন। তাঁদের নানাবিধ নতুন নিয়মাবলী বুঝিয়ে দেওয়া হবে। খবর যা, সেই বৈঠকে ফ্র্যাঞ্চাইজি অধিনায়কদের মতামত নেওয়া হতে পারে, বলের উপর লালার ব্যবহার নিয়ে।
শোনা যাচ্ছে, বোর্ড কর্তারা ইতিমধ্যে বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তোলা নিয়ে নিজেরা একপ্রস্থ কথাবার্তা বলে নিয়েছেন। এবার সেটা অধিনায়কদের বলা হবে। কোভিড পরবর্তী সময়ে বলে লালা ব্যবহার নিয়ে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল আইসিসি। পুরোটাই ছিল সতর্কতামূলক ব্যবস্থাগ্রহণ। পরে ২০২২ সালে সেই নিষেধাজ্ঞাকে স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোভিডের সময় লালা নিয়ে আইসিসি নিষেধাজ্ঞা মেনে চলত আইপিএলও। কিন্তু আইপিএলে যদি আইসিসি নির্দেশিকা এখন না মানা হয়, তা হলেও বিশেষ কিছু যাবে-আসবে না। কারণ, আইপিএল ভারতের ঘরোয়া টুর্নামেন্ট। বলা হচ্ছে, এখন আর কোভিড নেই। তাই সেই নিয়ম মেনে চলার বাধ্যবাধকতাও নেই।
সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন মহম্মদ শামি সরব হয়েছিলেন বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি নিয়ে। ভারতীয় পেসার পুরনো প্রথা ফেরানো নিয়ে সওয়াল করেছিলেন। কারণ, তাঁর মতে এর ফলে খেলাটা আরও বেশি করে ব্যাটার কেন্দ্রিক হয়ে যাচ্ছে। সাদা বলে লালা ব্যবহার করে যতটা লাভ হয়, তার চেয়ে অনেক বেশি হয় লাল বলের ক্ষেত্রে। কিন্তু তবু যদি সাদা বলের ক্ষেত্রে সামান্যতম লাভও হয়, তা হলে আইপিএলে ফের লালা ব্যবহার চালু করার পক্ষে বোর্ড। এবার অধিনায়করা কী বলেন, সেটা দ্রষ্টব্য।