shono
Advertisement
Pakistan Cricket Team

বাবরকে টপকে নওয়াজের রেকর্ড গড়া সেঞ্চুরি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল পাকিস্তান

২-১ ব্যবধানে আপাতত এগিয়ে কিউয়িরা।
Published By: Prasenjit DuttaPosted: 05:09 PM Mar 21, 2025Updated: 08:48 PM Mar 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হারতে হারতে ক্লান্ত হয়ে পড়া একটা দল। ঘরে বাইরে সমালোচনায় বিদ্ধ। অবশেষে জয়ের সরণিতে ফিরল। প্রথম দুটি ম্যাচে হেরে বসা পাকিস্তান, এদিন অকল্যান্ডে নিউজিল্যান্ডকে প্রায় উড়িয়েই দিল। তৃতীয় টি-২০-তে কিউয়িদের তারা ৯ উইকেটে হারায়। আর এই ম্যাচে তরুণ এক পাক ব্যাটার হাসান নওয়াজের মারকাটারি ইনিংস প্রশংসা কুড়িয়ে নিচ্ছে সকলের।

Advertisement

পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে আপাতত এগিয়ে কিউয়িরা। ২০৫ রান তাড়া করতে নেমে মেজাজি শুরু করেন দুই পাক ওপেনার। মহম্মদ হ্যারিস ২০ বলে ৪১ করে আউট হলেও থামানো যায়নি আরেক ওপেনার হাসান নওয়াজকে। ৪৫ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে পাকিস্তানকে জয় উপহার দেন তিনি।

২২ বছরের এই তরুণ ব্যাটার ২৬ বলে হাফ সেঞ্চুরি করেন। এরপর রানের গতি কমেনি। মাত্র ৪৪ বলে শতরান হাঁকান। নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ আন্তর্জাতিকে সেঞ্চুরি করে প্রথম পাকিস্তানি হিসেবে রেকর্ড গড়েন হাসান। ১০টি চার এবং ৭টি আকাশচুম্বী ছক্কায় সাজানো তাঁর ইনিংসটি। পাকিস্তানের হয়ে দ্রুততম টি-২০ শতরানও এটা। হাসানের আগে রেকর্ডটি ছিল বাবর আজমের নামে। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন। কিউইদের বিপক্ষে শেষ দুটি ম্যাচে রানের খাতা না খুলেই আউট হয়েছিলেন। এদিন একেবারে শূন্য থেকে শুরু করে দর্শকদের মাতোয়ারা করে তোলেন হাসান।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ২০৪ রান করে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে ১৬ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। হাসান নওয়াজের অপরাজিত সেঞ্চুরি ছাড়াও সালমান আলি আগা ৩১ বলে ৫১ রান করেন। 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ আন্তর্জাতিকে সেঞ্চুরি করে প্রথম পাকিস্তানি হিসেবে রেকর্ড হাসানের।
  • কিউইদের বিপক্ষে শেষ দুটি ম্যাচে রানের খাতা না খুলেই আউট হয়েছিলেন তিনি।
  • শূন্য থেকে শুরু করে দর্শকদের মাতোয়ারা করে তোলেন হাসান।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup #IPL18 toolbarvideo শোনো toolbarshorts রোববার