shono
Advertisement
CM Mamata Banerjee

দুই চিকিৎসকের বদলি নিয়ে ‘রাজনীতি’ ডক্টরস ফোরামের, মুখ্যমন্ত্রীকে চিঠি সংগঠনের

‘ইচ্ছাকৃতভাবে এদের অন‌্যত্র স্থানান্তরিত করা হয়েছে’, মনে করছে জয়েন্ট ডক্টরস ফোরাম। একই মত জুনিয়র ডক্টর অ‌্যাসোসিয়েশনের।
Published By: Sucheta SenguptaPosted: 11:15 PM Mar 21, 2025Updated: 11:29 PM Mar 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই জনপ্রিয় চিকিৎসকের বদলির সরকারি বদলির বিজ্ঞপ্তি ইস্যুকে হাতিয়ার করে এবার রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা জুনিয়র ডাক্তারদের একাংশের। সরকারি সূত্রে বলা হচ্ছে, এই দুই ডাক্তারকে রুটিন মাফিক বদলির নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম (ডব্লুবিডিএফ) এনিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে বলে অভিযোগ। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপা‌ধ‌্যায়কে চিঠি দিল তারা।

Advertisement

ডাক্তার সুবর্ণ গোস্বামী ও ডাক্তার উৎপল দাঁর বদলির সরকারি নির্দেশকে ইস্যু করে সম্প্রতি শোরগোল পড়ে গিয়েছে। পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমওএইচ ডা. সুবর্ণ গোস্বামীকে বদলি করা হয়েছে দার্জিলিঙের টিবি হাসপাতালে। অন‌্যদিকে ডায়মন্ড হারবার মেডিক‌্যাল কলেজ থেকে ডাক্তার উৎপল দাঁ-কে বদলি করা হয়েছে বর্ধমান মেডিক‌্যাল কলেজে। কিন্তু সামান‌্য এই রুটিন বদলি নিয়ে ডব্লুবিডিএফের বক্তব‌্য, ‘‘ইচ্ছাকৃতভাবে এঁদের অন‌্যত্র স্থানান্তরিত করা হয়েছে।’’

আর জি কর হাসপাতালের মহিলা ডাক্তারের ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজ্য সরকার বিরোধী আন্দোলনে শামিল হওয়ার জন্যই শাস্তি দিতে এহেন বদলি, এমনটাই দাবি ডব্লুবিডিএফের। যদিও এই দাবি নস‌্যাৎ করে দিয়েছে প্রোগ্রেসিভ হেলথ অ‌্যাসোসিয়েশন। তাদের পক্ষে সম্পাদক ডাক্তার করবী বড়াল জানিয়েছেন, ‘‘ট্রান্সফার তো সরকারি চাকরির একটি শর্ত। সরকারি হাসপাতালের সমস্ত চিকিৎসককে কোনও না কোনও সময় বদলি হতে হয়। রাজ্যে পরিবর্তনের পর এখন অনেক হাসপাতাল বেড়েছে, বেড়েছে মেডিক‌্যাল কলেজের সংখ‌্যা। প্রত‌্যন্ত জেলার স্বাস্থ‌্যকেন্দ্রেও বিশেষজ্ঞ চিকিৎসক রাখার ব‌্যবস্থা করছেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। সেই হিসেবে সকলকেই গ্রামে গিয়ে ডিউটি করতে হবে। ট্রান্সফারটাকে কেউ শাস্তি ভাবলে সেটা চূড়ান্ত অনভিপ্রেত।’’

একই মত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ‌্যাসোসিয়েশনের। এই সংগঠনের সদস‌্য চিকিৎসকরা জানিয়েছেন, যাঁরা ট্রান্সফার হচ্ছেন, তাঁরা যদি ভাবেন, এটা কোনও অতীতের কাজের প্রতিক্রিয়া সেটা অত‌্যন্ত ভুল। ফি বছর এমন রুটিন বদলি হয়। যাঁরা নিজেরা প্রতিহিংসামূলক আচরণে বিশ্বাসী, তারাই অন‌্যকে সেই চোখে দেখে। সমালোচনা তো দূর, বরং বদলি হওয়া চিকিৎসকদের প্রশংসা করেছে অ‌্যাসোসিয়েশন। ডাক্তার বড়াল জানিয়েছেন, যাঁরা বদলি হয়েছেন তাঁরা অভিজ্ঞ। যেখানে বদলি হয়ে যাচ্ছেন, সেখানে তাদের অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগবে। সবদিক খতিয়ে দেখেই স্বাস্থ‌্য ভবন বদলি করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডাক্তার সুবর্ণ গোস্বামী ও ডাক্তার উৎপল দাঁ-র বদলি নিয়ে সরব জয়েন্ট ডক্টরস ফোরাম।
  • এনিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সংগঠনের সদস্যরা, উঠছে রাজনীতির অভিযোগ।
Advertisement