shono
Advertisement
Rohit Sharma-Virat Kohli

কেরিয়ার বাঁচাতে খেলতেই হবে ঘরোয়া ক্রিকেটে, বোর্ডের কড়া বার্তায় রাজি রোহিত, কোহলি কী করবেন?

ম্যাচ প্র্যাকটিসে থাকার জন্য রোহিত-কোহলিদের ঘরোয়া ক্রিকেট খেলা দরকারি বলে অনেকেই মনে করছেন।
Published By: Arpan DasPosted: 10:39 AM Nov 12, 2025Updated: 01:48 PM Nov 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই। রোহিত শর্মা এবং বিরাট কোহলি (Rohit Sharma-Virat Kohli) আপাতত দেশের হয়ে শুধু ওয়ানডে খেলেন। সেই ফরম্যাটে আরও সড়গড় থাকার জন্য কি এবার ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে দুই মহাতারকাকে? বোর্ডের তরফ থেকে কিন্তু সেরকমই নির্দেশ দেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়া সিরিজে ভালো খেললেও দু'জনকে নিয়ে অবস্থান বদলাচ্ছে না বিসিসিআই। জানা গিয়েছে, রোহিত তাতে রাজি। কিন্তু কোহলি কী করবেন?

Advertisement

ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে বিজয় হাজারে ট্রফি। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে দুই তারকাকেই দেখতে চাইছে বোর্ড। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বোর্ডের এক সূত্র বলেছেন, "বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট তাদের দুজনকেই জানিয়ে দিয়েছে যে ভারতের হয়ে খেলতে হলে তাদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। যেহেতু তাঁরা দুজনেই দুটি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, তাই ম্যাচ ফিট থাকার জন্য তাঁদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।"

জানা গিয়েছে, রোহিত ইতিমধ্যেই মুম্বই ক্রিকেট সংস্থাকে জানিয়ে দিয়েছেন যে তিনি বিজয় হাজারে ট্রফিতে খেলবেন। কিন্তু কোহলিকে কি খেলবেন? সেই বিষয়ে এখনও পর্যন্ত দিল্লি সংস্থার কাছে কোনও খবর নেই। ৬ ডিসেম্বর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষ করছে ভারত। দল ঘোষণা না হলেও সেই সিরিজে রো-কো খেলবেন বলেই ধরা হয়।

ম্যাচ প্র্যাকটিসে থাকার জন্য রোহিত-কোহলিদের ঘরোয়া ক্রিকেট খেলা দরকারি বলে অনেকেই মনে করছেন। ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশেরও মত, ২০২৭ বিশ্বকাপে খেলতে হলে নিয়মিত অনুশীলনে থাকতে হবে রো-কো'কে। জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে। তার আগে বিজয় হাজারে ট্রফিতে অন্তত তিনটে ম্যাচে রোহিত-বিরাট খেলতে পারেন বলে খবর। রোহিত আট বছর বিজয় হাজারে খেলেননি। বিরাট শেষবার খেলেছেন ১৩ বছর আগে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই।
  • রোহিত শর্মা এবং বিরাট কোহলি আপাতত দেশের হয়ে শুধু ওয়ানডে খেলেন।
  • সেই ফরম্যাটে আরও সড়গড় থাকার জন্য কি এবার ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে দুই মহাতারকাকে?
Advertisement