shono
Advertisement
Bengal

মরণবাঁচন যুদ্ধে দুরন্ত কামব্যাক, করণের সেঞ্চুরিতে হিমাচলবধ বাংলার

২০০র বেশি টার্গেট তাড়া করে জিতল বাংলা।
Published By: Anwesha AdhikaryPosted: 07:26 PM Dec 02, 2025Updated: 07:26 PM Dec 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয়ে ফিরল বাংলা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তৃতীয় জয় পেল বেঙ্গল ব্রিগেড। মঙ্গলবার হিমাচল প্রদেশ ২০০র বেশি রান করলেও হেলায় সেই টার্গেট তুলে দিলেন করণ লালরা। তাঁর সেঞ্চুরিতে ভর করে আট বল বাকি থাকতে জিতল বাংলা। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অভিমন্যু ঈশ্বরণরা।

Advertisement

রবিবার হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে পাঞ্জাবের কাছে চূর্ণ হয় বাংলা। মঙ্গলবার দুপুরে সেই মাঠেই দুরন্ত কামব্যাক বঙ্গ ব্রিগেডের। মহম্মদ শামি, আকাশ দীপের পাশাপাশি মুকেশ কুমারকেও এদিন প্রথম একাদশে রাখা হয়। তবে এদিন বল হাতে বাংলার নায়ক শাহবাজ আহমেদ। তারপর ২০০ রানের পাহাড় তাড়া করতে বাংলার ত্রাতা হয়ে ওঠেন করণ। সঙ্গী অভিষেক পোড়েল। চার ম্যাচে চারটেই জিততে হবে, এই অঙ্ক রয়েছে বাংলার সামনে। তার মধ্যে প্রথম ম্যাচ মঙ্গলবার জিতে নিলেন আকাশ দীপরা।

রবিবারের ম্যাচে অভিষেক শর্মা-প্রভসিমরন সিংদের দাপটে দিশেহারা দেখিয়েছে বঙ্গ বোলিংকে। এদিনও বাংলার বোলিং লাইন আপ যথেষ্ট মার খেয়েছে। চার ওভারে মুকেশ দেন ৪১ রান। আকাশকে দুই ওভারের বেশি দেওয়া যায়নি। শাহবাজ একমাত্র চার ওভারে ৩৬ রান দেন। তুলে নেন তিনটে উইকেটও। টসে জিতে ব্যাট করে ২০৮ রানের পাহাড় গড়ে হিমাচল প্রদেশ। ৮৯ রান করেন একান্ত সেন। পুখরাজ মানের ব্যাট থেকে আসে ৭৯ রান।

২০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ১০৫ রান তুলে ফেলেন করণ-অভিষেক। ১০ ছক্কা মেরে সেঞ্চুরি হাঁকান করণ। ৪১ রান করেন অভিষেক। লোয়ার অর্ডারে নেমে ৮ বলে ১৮ রানের দুরন্ত ক্যামিও ইনিংস খেলেন সুদীপ কুমার ঘরামি। মাত্র ৫ বলে ১৭ রান করেন আকাশও। ৮ বল বাকি থাকতেই ২১২ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলা। চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন শামিরা। গ্রুপ থেকে দু'টো দল নকআউটে যাবে। প্রথম দুইয়ে থাকার জন্য বাকি তিন ম্যাচেও জিততে হবে বাংলাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে পাঞ্জাবের কাছে চূর্ণ হয় বাংলা। মঙ্গলবার দুপুরে সেই মাঠেই দুরন্ত কামব্যাক বঙ্গ ব্রিগেডের।
  • রবিবারের ম্যাচে অভিষেক শর্মা-প্রভসিমরন সিংদের দাপটে দিশেহারা দেখিয়েছে বঙ্গ বোলিংকে। এদিনও বাংলার বোলিং লাইন আপ যথেষ্ট মার খেয়েছে।
  • ২০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ১০৫ রান তুলে ফেলেন করণ-অভিষেক। ১০ ছক্কা মেরে সেঞ্চুরি হাঁকান করণ।
Advertisement