সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে দাপট! একেই বলে দশে দশে পারফরম্যান্স। বাংলার পেস ব্যাটারির সামনে হিমশিম খেল জম্মু ও কাশ্মীরের ব্যাটাররা। বিজয় হাজারে ট্রফিতে শেষ পর্যন্ত তারা গুটিয়ে মাত্র ৬৩ রানে। যা প্রথম শ্রেণির ক্রিকেটে কাশ্মীরের সর্বনিম্ন স্কোর। যে রান ১০ ওভারের মধ্যে তুলে নেয় বাংলা।
বিজয় হাজারে ট্রফিতে ছুটছে বাংলার জয়রথ। বিশেষ করে শামি-মুকেশরা যেভাবে বল করছেন, তাতে বাংলার পেস ব্যাটারির সামনে দাঁড়াতে যে কোনও দলই দু'বার ভাববে। এদিন রাজকোটে অবশ্য জম্মু ও কাশ্মীরের ব্যাটাররা ভাবার জন্যও বেশিক্ষণ সময় পেলেন না। মহম্মদ শামি ২ উইকেট, আকাশ দীপ ও মুকেশ কুমার ৪টি করে উইকেট নিয়ে জম্মু ও কাশ্মীরকে শেষ করে দেন। বিপক্ষের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান পরশ ডোগরার (১৯)। এছাড়া শুভম খাজুরিয়া দুই অঙ্কের রান করেন। শেষ পর্যন্ত ২০.৪ ওভারে ৬৩ রানে শেষ হয়ে যায় জম্মু ও কাশ্মীরের ইনিংস।
প্রথম শ্রেণির ক্রিকেটে এত কম রানে জম্মু ও কাশ্মীরের ইনিংস শেষ হয়নি। এর আগে ২০১৫ সালে হরিয়ানার বিরুদ্ধে আলুরে তারা ২২ ওভারে ৭৫ রানে অলআউট হয়ে গিয়েছিল তারা। এবার এক দশক পর ফের লজ্জার নজির গড়ল তারা। এই রান তুলতে বিন্দুমাত্র সমস্যায় পড়েনি বাংলা। অভিষেক পোড়েল ২৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে সুদীপ কুমার ঘরামি ২৭ বলে ২৫ রান করেন। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (৪) অবশ্য রান পাননি। এবারের আইপিএলে নিলামে সাড়া ফেলে দেওয়া আকিব নবি ২১ রান দিয়ে ১ উইকেট পান। এদিন অভিষেক হয় বাংলার তরুণ স্পিনার রোহিতের। অনূর্ধ্ব-১৯ দলের স্পিনার অবশ্য বল করার সুযোগই পাননি।
বিজয় হাজারে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলা। তার মধ্যে শুধু বরোদার কাছে হেরেছে। প্রথম ম্যাচে বিদর্ভকে হারিয়েছিল। এবার পরপর চণ্ডীগড় ও জম্মু ও কাশ্মীরকে হারাল লক্ষ্মীরতন শুক্লর দল।
