shono
Advertisement
Ranji Trophy

সুদীপের সেঞ্চুরি, অভিমন্যুর লড়াকু ইনিংস, রনজিতে প্রথম দিন চালকের আসনে বাংলা

শততম ম্যাচে তিনি বড় ইনিংস খেলতে না পারলেও সুদীপ চট্টোপাধ্যায়ের অপরাজিত সেঞ্চুরি এবং অভিমন্যু ঈশ্বরণের লড়াকু ইনিংসের সৌজন্যে চালকের আসনে বাংলা।
Published By: Prasenjit DuttaPosted: 07:15 PM Jan 22, 2026Updated: 07:15 PM Jan 22, 2026

বৃহস্পতিবার কল্যাণীতে সার্ভিসেসের বিরুদ্ধে নিজের শততম প্রথম শ্রেণির ম্যাচে নেমেছিলেন অনুষ্টুপ মজুমদার। স্বাভাবিকভাবেই নজরে ছিলেন তিনি। হালফিলে বঙ্গ ক্রিকেটে তিনিই 'ক্রাইসিস ম্যান'। তবে শততম ম্যাচে তিনি বড় ইনিংস খেলতে না পারলেও সুদীপ চট্টোপাধ্যায়ের অপরাজিত সেঞ্চুরি এবং অভিমন্যু ঈশ্বরণের লড়াকু ইনিংসের সৌজন্যে চালকের আসনে বাংলা। প্রথম দিনের শেষে বঙ্গ ব্রিগেডের রান ৪ উইকেটে ৩৪০।

Advertisement

জিতলেই রনজির নকআউটে পা রাখবে দল। এই মানসিকতা নিয়েই নেমেছিলেন বাংলার ক্রিকেটাররা। বৃহস্পতিবার টসে জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায় সার্ভিসেস অধিনায়ক রজত পালিওয়াল। এই সিদ্ধান্ত কার্যত বুমেরাং হয়ে যায় তাদের কাছে। দুরন্ত ব্যাটিং উপহার দেন বাংলার দুই ওপেনার অভিমন্যু এবং সুদীপ। তাঁদের জুটিতে ওঠে ১৫১ রান।

ছন্দপতন ঘটে বঙ্গ অধিনায়কের রান আউটে। অভিমন্যুর ১৫২ বলে ৮১ রানের ইনিংস সাজানো ছিল ৯টি চার ও একটি ছক্কা দিয়ে। এরপর সাত তাড়াতাড়ি ফিরে যান সুদীপ কুমার ঘরামি (৯)। আক্রমণাত্মক শুরু করে ৩৩ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন অনুষ্টুপ। তবে টলানো যায়নি সুদীপকে। চতুর্থ উইকেটে শাহবাজ আহমেদকে (৩৮) সঙ্গে নিয়ে ৭৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন বাংলার ওপেনার।

এরপর সুমন্ত গুপ্তকে নিয়ে প্রথম দিন পার করেন ১৪০ রানে অপরাজিত থাকা সুদীপ। ২২৬ বলের ইনিংসটি সাজানো ১২টি চার, একটি ছক্কা দিয়ে। তাঁর সঙ্গে ৪৫ বলে ৩১ রানে অপরাজিত রয়েছেন সুমন্ত। দ্বিতীয় দিন দুই অপরাজিত ব্যাটার ঘণ্টাখানেক বাইশ গজে কাটিয়ে দিতে পারলে নিশ্চিতভাবে বড় ইনিংস গড়বে বাংলা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement