shono
Advertisement
Syed Mushtaq Ali Trophy

মুস্তাক আলিতে অভিযান শুরু করতে চলেছে বাংলা, আজ শামির সঙ্গে খেলতে পারেন আকাশ

ম্যাচের আগে কী বললেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা?
Published By: Prasenjit DuttaPosted: 03:02 PM Nov 26, 2025Updated: 06:28 PM Nov 26, 2025

স্টাফ রিপোর্টার: বুধবার হায়দরাবাদে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) অভিযান শুরু করছে বাংলা। ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় প্রথম ম্যাচে তাদের সামনে বরোদা। প্রতিপক্ষের স্কোয়াডে রয়েছেন ক্রুণাল পাণ্ডিয়া, হার্দিক পাণ্ডিয়া, জিতেশ শর্মা, রসিক সালামের মতো এই ফরম্যাটের একাধিক চেনা মুখ। তবে সেসব নিয়ে ভাবছেন না বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। মঙ্গলবার হায়দরাবাদ থেকে ফোনে বলছিলেন, “আমি কখনই প্রতিপক্ষ দল নিয়ে বিশেষ ভাবনাচিন্তা করি না। ফোকাস থাকে নিজেদের উপর। নিজেরা ভালো খেলে ম্যাচ জিততে হবে।”

Advertisement

হায়দরাবাদে খোঁজ নিয়ে জানা গেল, একেবারেই টি-টোয়েন্টি সুলভ উইকেট হচ্ছে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। আবার বিকেলের পর ম্যাচ। ফলে ব্যাটিং-বোলিংয়ে যতটা সম্ভব ভারসাম্য রেখে দল সাজাতে চাইছে বাংলা। এখনও পর্যন্ত যা ঠিক আছে, ব্যাটিং ওপেন করবেন করণ লাল এবং অভিষেক পোড়েল। এরপর আর ব্যাটিং অর্ডার ঠিক হয়নি। বরং পরিস্থিতি অনুযায়ী ব্যাটারদের কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে থিঙ্কট্যাঙ্কের। যা খবর, করণ-অভিষেক ছাড়া ব্যাটারদের মধ্যে খেলতে পারেন সুদীপ ঘরামি এবং অভিমন্যু ঈশ্বরণ।

স্পিন ব্রিগেডে থাকবেন শাহবাজ আহমেদ, ঋত্বিক চট্টোপাধ্যায়, প্রদীপ্ত প্রামাণিকরা। পেস বোলারদের মধ্যে মহম্মদ শামি ও সায়ন ঘোষের খেলা নিশ্চিত। তৃতীয় পেসার হিসাবে চমক হতে পারেন আকাশ দীপ। বঙ্গ পেসার আপাতত গুয়াহাটিতে রয়েছেন, ভারতীয় টেস্ট স্কোয়াডের অংশ হিসাবে। তবে তিনি ম্যাচ খেলছেন না, টেস্টও শেষ হবে বুধবার। তাই খেলা শেষের আগেই বাংলা দলের সঙ্গে হায়দরাবাদে যোগ দিতে চলেছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে শামি-সায়নের সঙ্গে দেখা যাবে আকাশকে। একান্তই তিনি না খেললে ঢুকবেন কণিষ্ক শেঠ।

গতবার প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে এই বরোদার কাছে হেরে বিদায় নিয়েছিল বাংলা। স্কোয়াডে থাকলেও বাংলার বিরুদ্ধে হার্দিকের খেলার সম্ভাবনা কম। তাঁদের কোচ মুকুন্দ পারমার অবশ্য দাবি করেছেন, প্রতিযোগিতার অধিকাংশ ম্যাচে তারকা অলরাউন্ডারকে পাওয়া যাবে। এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সময় চোট পান হার্দিক। তারপর থেকে মাঠের বাইরে তিনি। যদিও বরোদার কোচের বক্তব্য অনুযায়ী, ঘরোয়া টি-টোয়েন্টি ট্রফিতেই প্রত্যাবর্তন হতে পারে হার্দিকের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার হায়দরাবাদে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে অভিযান শুরু করছে বাংলা।
  • ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় প্রথম ম্যাচে তাদের সামনে বরোদা।
  • প্রতিপক্ষের স্কোয়াডে রয়েছেন ক্রুণাল পাণ্ডিয়া, হার্দিক পাণ্ডিয়া, জিতেশ শর্মা, রসিক সালামের মতো এই ফরম্যাটের একাধিক চেনা মুখ।
Advertisement