shono
Advertisement
Ranji Trophy

নকআউটের ভাবনা শুরু বাংলার, রনজিতে নিয়মরক্ষার ম্যাচে শামিকে বিশ্রামে রাখার ভাবনা

সার্ভিসেসের ঘরের মাঠে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে বাংলা। রনজি ট্রফিতে সার্ভিসেসকে ইনিংস ও ৪৬ রানে হারালেন অভিমন্যু ঈশ্বরণরা। এরমধ্যেই গ্রুপের শেষ ম্যাচে হরিয়ানার মুখোমুখি হওয়া নিয়ে ভাবনা শুরু হয়ে গেল বঙ্গ শিবিরে।
Published By: Prasenjit DuttaPosted: 02:34 PM Jan 25, 2026Updated: 03:13 PM Jan 25, 2026

সার্ভিসেসের ঘরের মাঠে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে বাংলা। রনজি ট্রফিতে সার্ভিসেসকে ইনিংস ও ৪৬ রানে হারালেন অভিমন্যু ঈশ্বরণরা। এরমধ্যেই গ্রুপের শেষ ম্যাচে হরিয়ানার মুখোমুখি হওয়া নিয়ে ভাবনা শুরু হয়ে গেল বঙ্গ শিবিরে। যা খবর, এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে মহম্মদ শামি-সহ বঙ্গ পেস ইউনিটের একাধিক সদস্যকে। সঙ্গে সিনিয়র দলে লাল বলের ফরম্যাটে অভিষেক রোহিত যাদবের অভিষেকও কার্যত নিশ্চিত।

Advertisement

সার্ভিসেস বোনাস পয়েন্ট নিয়ে রনজির নকআউট নিশ্চিত করে ফেলল বাংলা। মহম্মদ শামি, আকাশ দীপ, সুরজ সিন্ধু জয়সওয়াল, মুকেশ কুমারদের গতির আগুনে ছারখার হয়ে গেল সার্ভিসেসের ব্যাটিং। শনিবারই লক্ষ্মীরতন শুক্লর দলের জয়ের দেওয়াল লিখন স্পষ্ট ছিল। রবি-সকালে কল্যাণীতে দ্রুত সার্ভিসেসের বাকি দুই উইকেট ফেলে ম্যাচ জিতে নেয় তাঁরা। দুই ইনিংস মিলিয়ে মহম্মদ শামির শিকার ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৫১ রান দিয়ে ৫ উইকেট পান।

ফলে নকআউটের ভাবনা শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। হরিয়ানার বিরুদ্ধে বাংলা অ্যাওয়ে ম্যাচ খেলবে লাহলিতে। তবে এই স্টেডিয়াম আগের মতো গতির স্বর্গরাজ্য নেই। বরং সেখানে এখন দাপট দুরন্ত ঘূর্ণির। বাংলা দলের এক সদস্যও শনিবার কল্যাণীতে বলছিলেন, "সার্ভিসেস সম্প্রতি ওখানে ম্যাচ খেলে এসেছে। ওদের ক্রিকেটাররাও বলছিল যে, লাহলি আর আগের মতো নেই। এখন প্রথম ওভার থেকেই বল ঘুরছে।” তাই সেখানে এক পেসারের বেশি খেলানোর পরিকল্পনা নেই বাংলার। আকাশ দীপ ও সুরজ সিন্ধু জয়সওয়ালের মধ্যে একজনের খেলার সম্ভাবনা প্রবল। সেই অঙ্কেই নকআউটের কথা ভেবে বিশ্রাম দেওয়া হতে পারে শামি-সহ একাধিক পেসারকে।

এবার বাংলার জার্সিতে এক রনজির রেলওয়েজ ম্যাচ ছাড়া তিন ফরম্যাটে সব ম্যাচই খেলেছেন শামি। সেই কথা ভেবে তাঁকে কোয়ার্টার ফাইনালের আগে অযথা টার্নিং ট্র্যাকে খেলাতে চাইছে না বাংলা। হরিয়ানার বিরুদ্ধে চার স্পিনার নিয়ে নামতে পারে বাংলা। দলে শাহবাজ আহমেদ, রাহুল প্রসাদ, বিকাশ সিংয়ের মতো স্পিনার আছেন। তাঁদের সঙ্গে দেখা যেতে পারে রোহিতকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement