shono
Advertisement
Shahid Afridi

বাংলাদেশের জন্য দরদ উথলে উঠছে আফ্রিদির, 'নিয়মের অসঙ্গতি' তুলে নিশানা সেই ভারতকে

তিনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সিদ্ধান্তের সমালোচনা তো করেইছেন, তার সঙ্গে 'নিয়মের অসঙ্গতি' তুলে তিনি নিশানা করেন ভারতকে।
Published By: Prasenjit DuttaPosted: 03:10 PM Jan 25, 2026Updated: 04:00 PM Jan 25, 2026

আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ। বদলে ওই টুর্নামেন্ট খেলবে স্কটল্যান্ড। শনিবারই সরকারিভাবে বাংলাদেশকে বাদ দেওয়ার কারণ জানিয়ে কড়া বিবৃতিও দেয় আইসিসি। এর জন্য দরদ উথলে উঠছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির (Shahid Afridi)। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সিদ্ধান্তের সমালোচনা তো করেইছেন, তার সঙ্গে 'নিয়মের অসঙ্গতি' তুলে তিনি নিশানা করেন ভারতকে।

Advertisement

আফ্রিদি এক্স হ্যান্ডেলে লেখেন, "বাংলাদেশ এবং আইসিসি'র আইসিসি ইভেন্টে খেলা একজন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে আইসিসি'র অসঙ্গতি দেখে আমি খুবই হতাশ। গত বছর নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে খেলতে আসেনি ভারত। আইসিসি ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয় মেনে নিয়েছিল। তবে বাংলাদেশের আবেদন তারা মেনে নিল না।"

উল্লেখ্য, বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কেকেআর ছেড়ে দেওয়ার পর থেকে পরিস্থিতি জটিল হতে শুরু করে। বিসিবি'র তরফে সাফ জানিয়ে দেওয়া হয় ভারতে এসে বিশ্বকাপ খেলতে তারা রাজি নয়। এরপর নানা আলোচনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয় আইসিসি। তবে নিজেদের ‘গোঁয়ার্তুমি’ বজায় রাখে বিসিবি। প্রথমে তাদের সমাধান সূত্র হিসাবে তাঁদের প্রস্তাব ছিল, শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে বিশ্বকাপ খেলা। যা কল্কে পায়নি। তারপর তারা গ্রুপ বদল কথাও বলে। সেই প্রস্তাবও পাত্তা পায়নি। এরপর বাংলাদেশকে বিশ্বকাপে খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাতে একটা ডেডলাইনও বেঁধে দেওয়া হয়। তবে দীর্ঘ টালবাহানার পর বিসিবি জানিয়ে দিয়েছে, তারা বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। শেষ পর্যন্ত আইসিসি-ও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

আফ্রিদি আরও লেখেন, "নিয়ম তো সব জায়গায় একই হওয়া উচিত। আইসিসি'র উচিত সম্পর্কের সেতুবন্ধন করা, তা ভেঙে দেওয়া নয়।" প্রসঙ্গত, গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যায়নি টিম ইন্ডিয়া। রোহিত-বিরাটদের দুবাইয়ে খেলার দাবি মেনে নিয়েছিল আইসিসি। সেই ঘটনার কথাই উল্লেখ করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement