shono
Advertisement
IND vs NZ

আজই সিরিজ জয় চাইছে ভারত, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বস্তি সূর্যর ফর্মে ফেরা

ওয়ানডে সিরিজ হারের পর প্রবল চাপে পড়ে গিয়েছিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটো ম্যাচে জয়, কিছুটা হলেও চাপ কমিয়েছে। শুধু জয় নয়, গম্ভীরকে আরও বেশি স্বস্তি দেবে অধিনায়ক সূর্যকুমার যাদবের ছন্দে ফেরা।
Published By: Arpan DasPosted: 10:49 AM Jan 25, 2026Updated: 10:49 AM Jan 25, 2026

ওয়ানডে সিরিজ হারের পর প্রবল চাপে পড়ে গিয়েছিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটো ম্যাচে জয়, কিছুটা হলেও চাপ কমিয়েছে। শুধু জয় নয়, গম্ভীরকে আরও বেশি স্বস্তি দেবে অধিনায়ক সূর্যকুমার যাদবের ছন্দে ফেরা।

Advertisement

টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পর থেকেই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সূর্য। রান পাচ্ছিলেন না। রায়পুরের টি-টোয়েন্টিতে একেবারে পুরোনো সেই সূর্য। অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন শুরুতে আউট হয়ে যাওয়ার পরও ভারত দু'শো রান তাড়া করে অনায়াসে জিতল। সূর্যর সঙ্গে অবশ্য আরও একজনের কথা বলতে হবে। ঈশান কিষাণ। যাঁর ব্যাটিং দেখে সূর্য নিজেও মুগ্ধ।

একটা সময় অবশ্য ঈশানের উপর বেশ রেগে গিয়েছিলেন সূর্য। সেটা পাওয়ার প্লে'তে তাঁকে স্ট্রাইক না দেওয়ার জন্য। সূর্যর কথায়, "একটা সময় বেশ রাগ হচ্ছিল। পাওয়ার প্লে'তে ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছিলাম না। তবে ঠিক আছে। এটা হতেই পারে।"

রবিবার গুয়াহাটিতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। সূর্যরা সিরিজ জয়ের কাজটা ভারতীয় বোর্ড সচিবের শহরেই সেরে রাখতে চাইছেন। তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর দিন দশেক বাকি। আগামী ৭ ফেব্রুয়ারি ঘরের মাঠে টি-টোয়েন্টি অভিযান শুরু করবে ভারত। টিম ম্যানেজমেন্ট জয়ের মোমেন্টাম ধরে রাখতে চাইছে। গুয়াহাটিতে দলে খুব একটা পরিবর্তন হয়তো হবে না। তবে পুরোটাই নির্ভর করছে অক্ষর প্যাটেল আর জশপ্রীত বুমরাহর উপর। বুমরাহকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছিল। আসলে বিশ্বকাপের কথা মাথায় রেখেই বুমরাহকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হচ্ছে। অক্ষর আবার চোট পেয়েছিলেন। এই ম্যাচে যদি বুমরাকে খেলানো হয়, তাহলে অর্শদীপ সিং আর হর্ষিত রানার মধ্যে কাউকে বাইরে বসতে হবে। অক্ষর ফিরলে কুলদীপকে বিশ্রাম দেওয়া হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement