হম্বিতম্বিই সার! 'বয়কট বয়কট' নাটকের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) দল ঘোষণা করে দিল পাকিস্তান। অভিজ্ঞ বাবর আজম ফিরলেন। আছেন শাহিন শাহ আফ্রিদিও। অধিনায়ক সলমন আলি আঘা। তবে দল ঘোষণার আসল নাটক রয়েছে বিশ্বকাপে পাকিস্তানের অবস্থানে।
পাক বোর্ডের প্রধান মহসিন নকভির ভারত বিরোধী অবস্থান সকলের জানা। বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সরকারিভাবে আইসিসি জানিয়ে দেওয়ার পরই পাক বোর্ডের প্রধান নকভি বলে দেন, “পাকিস্তান সরকার যদি বলে আমরাও খেলতে যাব না। তাহলে আপনারা ২২ নম্বর দল তৈরি রাখুন।” পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলে বিশ্বকাপ খেলবে কি না, সেই সিদ্ধান্ত নেবেন বলে জানান নকভি।
কিন্তু সেগুলো যে 'নাটক' ছিল, তা স্পষ্ট হয়ে গেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন সলমন আলি আঘা। বিশ্বকাপেও তাঁর হাতেই পাক বাহিনীর আশাভরসা। দলে ফিরেছেন বাবর আজম। তবে বিগ ব্যাশে যেরকম জঘন্য ফর্মে ছিলেন, তাতে তাঁর ব্যাট চলবে কি না, সেটা প্রশ্নের। দলে আছেন শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, শাহিবজাদা ফারহান, আবরার আহমেদের মতো ক্রিকেটাররা। তবে জায়গা হয়নি মহম্মদ রিজওয়ান ও হ্যারিস রাউফের মতো সিনিয়রের। রিজওয়ান বহুদিনই টি-টোয়েন্টি দলে নেই। অন্যদিকে এশিয়া কাপে রাউফ যেভাবে ব্যর্থ হয়েছেন, তাতে বিশ্বকাপে সুযোগ পেলে অনেকে অবাকই হতেন।
তবে প্রশ্ন হল, পাকিস্তান তড়িঘড়ি দল ঘোষণা করে দেওয়ায় কি ফের 'বোকা' হল বাংলাদেশ? আইসিসি বাংলাদেশকে ‘ছাঁটাই’ করতেই ‘প্রত্যাশিত’ অবস্থান নিয়েছে পাকিস্তান। একপ্রকার হুঙ্কারের সুরে পাক বোর্ডের প্রধান মহসিন নকভি জানিয়েছেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া অন্যায়। কিন্তু পিসিবি’র এই ‘হুমকি’কে ভালোভাবে নিচ্ছে না আইসিসি। পাকিস্তান যদি ‘বয়কটে’র কথা ভাবে, তাহলে তাদের উপর দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হবে। নকভির এই সরাসরি চ্যালেঞ্জের ভঙ্গি একেবারেই নাপসন্দ আইসিসি’র। দল ঘোষণা করে দেওয়ায় পাকিস্তান যেন বুঝিয়ে দিল, তারা আর কোনও নাটকে জড়াতে চায় না।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের স্কোয়াড: সলমন আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খোয়াজা মোহাম্মদ নাফে, মহম্মদ নওয়াজ, মহম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।
