shono
Advertisement
Syed Mushtaq Ali Trophy

সৈয়দ মুস্তাক আলিতে কঠিন লড়াই বাংলার, আইপিএলের আগে পরীক্ষা দিতে দলে শামিও

টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাকে নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরণ।
Published By: Arpan DasPosted: 09:55 AM Nov 22, 2025Updated: 03:24 PM Nov 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রনজিতে ভালো ছন্দে রয়েছে বাংলা দল। ৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে। এবার সামনে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঘোষিত ১৭ জনের বাংলা দল। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। সেই সঙ্গে বাংলার হয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবেন মহম্মদ শামিও।

Advertisement

২৬ নভেম্বর থেকে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে বাংলার SMAT অভিযান। প্রথম ম্যাচ বরোদার বিরুদ্ধে। তারপর ম্যাচ রয়েছে গুজরাট (২৮ নভেম্বর), পাঞ্জাব (৩০ নভেম্বর), হিমাচল প্রদেশ (২ ডিসেম্বর), সার্ভিসেস (৪ ডিসেম্বর), পুদুচ্চেরি (৬ ডিসেম্বর), হরিয়ানা (৮ ডিসেম্বর)। ফলে যথেষ্ট কঠিন লড়াই বাংলার সামনে।

বাংলা দলকে নেতৃত্ব দেবেন রনজির অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। দলে উইকেট কিপার হিসেবে আছেন অভিষেক পোড়েল ও শাকির হাবিব গান্ধী। এছাড়া আকাশ দীপ ও শাহবাজ আহমেদকেও দলে রাখা হয়েছে। উঠতি বোলার যুধাজিৎ গুহও আছেন। তবে সব নজর মহম্মদ শামির দিকে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। রনজিতে ধারাবাহিক উইকেট পাচ্ছেন। ৪ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ২০। ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম। তাঁকে ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। সেই জার্সিতে নামার আগে নিজেকে প্রমাণ করতে মরিয়া থাকবেন শামি। তবে বাংলা দলে সুমন্ত গুপ্ত না থাকা নিয়ে চর্চা চলছে। রনজিতে ব্যাট হাতে নিয়মিত রান করছেন তিনি।

অন্যদিকে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) মুম্বইয়ের হয়ে খেলবেন সূর্যকুমার যাদব। নেতৃত্ব দেবেন সদ্য মুম্বই ইন্ডিয়ান্সে আসা শার্দূল ঠাকুর। মহারাষ্ট্রের নেতৃত্বে রুতুরাজ গায়কোয়াড়। কর্নাটক দলে আছেন দেবদত্ত পাড়িক্কল, করুণ নায়ার।

বাংলা দল: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সুদীপ কুমার ঘরামি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার), যুবরাজ কেশওয়ানি, প্রিয়াংশু শ্রীবাস্তব, শাহবাজ আহমেদ, প্রদীপ্ত প্রামাণিক, কণিষ্ক শেঠ, করণ লাল, সক্ষম চৌধুরী, মহম্মদ শামি, আকাশ দীপ, সায়ন ঘোষ, ঋত্বিক চট্টোপাধ্যায়, যুধাজিৎ গুহ, শ্রেয়ান চক্রবর্তী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রনজিতে ভালো ছন্দে রয়েছে বাংলা দল। ৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে।
  • এবার সামনে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঘোষিত ১৭ দলের বাংলা দল।
  • অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। সেই সঙ্গে বাংলার হয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবেন মহম্মদ শামিও।
Advertisement