shono
Advertisement
Sonam Yeshey

ভুটানি ক্রিকেটারের 'দুরন্ত ঘূর্ণি', টি-২০ ম্যাচে বিশ্বরেকর্ড গড়ে তাক লাগালেন তরুণ বোলার

মাত্র ৫৬ বল টিকে ছিল মায়ানমার। 
Published By: Prasenjit DuttaPosted: 03:40 PM Dec 29, 2025Updated: 01:41 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিরোনামে ভুটানের ক্রিকেট। নেপথ্যে সোনম ইয়েশে। বাঁহাতি স্পিনার নজির গড়ে নিলেন ৮ উইকেট। তাও আবার টি-টোয়েন্টিতে। যেখানে হরহামেশা ব্যাটাররাই 'ছড়ি' ঘোরান। মায়ানমারের বিরুদ্ধে এমন 'বিরল' কীর্তি গড়েন তিনি। সোনমের (Sonam Yeshey) দুরন্ত ঘূর্ণিতে মাত্র ৫৬ বল টিকে ছিল মায়ানমার। 

Advertisement

মায়ানমারকে ভেল্কি নাচন নাচিয়ে ২২ বছরের স্পিনার নজিরও গড়লেন। সোনামের নামের পাশে ৪ ওভারে ৭ রান দিয়ে ৮ উইকেট। ইকোনমি রেট মাত্র ১.৮০। এক ওভার মেডেনও নেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে এক ম্যাচে ৮ উইকেট নেওয়া বোলার হয়ে উঠলেন তিনি।

তৃতীয় ওভারেই আক্রমণে আসেন তিনি। এর পরেই শুরু হয় বিধ্বংসী বোলিং। একের পর এক ভয়ানক ঘূর্ণি সামলাতে না পেরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মায়ানমারের ইনিংস। বিপক্ষ দলের শীর্ষ পাঁচ ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখান। পরে নেন আরও ৩ উইকেট। তাঁর শিকার আট ব্যাটারের মধ্যে চারজনই করেন শূন্য। আপাতত চার ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তিনি। এখনও বাকি সিরিজের শেষ ম্যাচ। সেই ম্যাচেও সোনম আরও উইকেট নিজের ঝুলিতে ভরে ফেলবেন বলে আশা করছে ভুটান।

সোনমের আগে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই বোলার ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন। ২০২৩ সালে মালয়েশিয়ার সায়াজরুল ইদরুস চিনের বিরুদ্ধে ৮ রানে ৭ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন। একই বছর বাহরিনের আলি দাউদ ১৯ রান দিয়ে নেন ৭ উইকেট। প্রতিপক্ষ ছিল ভুটান। এবার সেসব নজির ছাপিয়ে নয়া নজির ভুটানি স্পিনারের।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক উইকেট শিকারী:

সোনম ইয়েশে (ভুটান) - ৮
সায়াজরুল ইদরুস (মালয়েশিয়া) - ৭
আলি দাউদ (বাহরিন) - ৭
হর্ষ ভরদ্বাজ (সিঙ্গাপুর) - ৬
পি অহো (নাইজেরিয়া) - ৬

ভুটানের এই উদীয়মান ক্রিকেট তারকার জন্ম ২০০৩ সালের ৩ ডিসেম্বর। ৩৫ টি-টোয়েন্টি ম্যাচে ৩৮ উইকেট পেয়েছেন। মায়ানমারের বিরুদ্ধে পারফরম্যান্সই তাঁর কেরিয়ারের সেরা সাফল্য। উল্লেখ্য, প্রথমে ব্যাটিংয়ে নেমে ভুটান করে ১২৭ রান। জবাবে মাত্র ৪৫ রানে গুটিয়ে যায় মায়ানমার। অর্থাৎ ৮২ রানে জয় পায় ভুটান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শিরোনামে ভুটানের ক্রিকেট।
  • নেপথ্যে সোনম ইয়েশে।
  • বাঁহাতি স্পিনার নজির গড়ে নিলেন ৮ উইকেট।
Advertisement