shono
Advertisement
Mustafizur Rahman

দিল্লিতে সই করার পরই বাংলাদেশের হয়ে খেলতে আমিরশাহী গেলেন মুস্তাফিজুর, তুঙ্গে বিতর্ক

এবারও শেষমেশ দিল্লির জার্সি গায়ে চাপাবেন মুস্তাফিজুর?
Published By: Subhajit MandalPosted: 12:05 PM May 15, 2025Updated: 02:11 PM May 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিসিসিআইয়ের সঙ্গে সম্মুখসমরে বাংলাদেশ বোর্ড। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ পেলেও বিসিবির 'গোয়ার্তুমি'র জন্য মুস্তাফিজুরের (Mustafizur Rahman) খেলা নিয়ে সংশয়। শোনা যাচ্ছে, ফিজকে আইপিএলে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ বোর্ড। ফলে আইপিএলে না এসে তাঁকে জাতীয় দলের হয়ে টি-২০ খেলতে উড়ে যেতে হচ্ছে আমিরশাহী।

Advertisement

বুধবার একপ্রকার চমকে দিয়ে দিল্লি ঘোষণা করে, অজি ওপেনার জেক ফ্রেসার ম্যাকগুর্কের পরিবর্ত হিসাবে ওপার বাংলার পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের বাকি অংশের জন্য সই করিয়েছে তারা। এবারের আইপিএলের নিলামে কোনও বাংলাদেশি দল পাননি। নিলামে মোট ১২ জন বাংলাদেশি নাম লিখিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কোনও দল বাংলাদেশের কোনও ক্রিকেটারের জন্য বিন্দুমাত্র আগ্রহই দেখায়নি। তাই হঠাৎ এভাবে মুস্তাফিজুরকে দিল্লি সই করানোয় অনেকেই অবাক হন। আসলে দিল্লির তারকা পেসার মিচেল স্টার্ক খুব সম্ভবত বাকি আইপিএলে নেই। তাঁর পরিবর্ত হিসাবেই অভিজ্ঞ বাংলাদেশি পেসারকে তারা চাইছিল।

কিন্তু আসল টুইস্ট এরপর। শোনা গেল, বাংলাদেশের ক্রিকেট বোর্ড মুস্তাফিজুরের ব্যাপার নিয়ে নাকি কিছুই জানে না। বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে আমিরশাহীর বিরুদ্ধে। সেখানে মুস্তাফিজুরের খেলার কথা। শারজায় ১৭ ও ১৯ মে দুই টি-টোয়েন্টির সিরিজ খেলতে ইতিমধ্যেই উড়ে গিয়েছে বাংলাদেশ। সেই দলের সঙ্গে গিয়েছেন মুস্তাফিজও। সোশাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সে কথা জানিয়েছেন তিনি। এখন প্রশ্ন হল, শেষ পর্যন্ত বিসিবি ফিজকে আইপিএলে খেলার অনুমতি দেবে তো? শেষমেশ মুস্তাফিজকে আদৌ পাবে দিল্লি?

মুস্তাফিজুর আইপিএলে বেশ কয়েকটি মরশুমে খেলেছেন। গত বছরও তিনি ছিলেন চেন্নাই সুপার কিংসে। তার আগের বছর দিল্লি ক্যাপিটালসের হয়েই খেলতে দেখা গিয়েছে তাঁকে। এবারও শেষমেশ দিল্লির জার্সি গায়ে চাপাবেন তিনি? আপাতত সবটাই প্রশ্নের মুখে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার একপ্রকার চমকে দিয়ে দিল্লি ঘোষণা করে, অজি ওপেনার জেক ফ্রেসার ম্যাকগুর্কের পরিবর্ত হিসাবে ওপার বাংলার পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের বাকি অংশের জন্য সই করিয়েছে তারা।
  • এবারের আইপিএলের নিলামে কোনও বাংলাদেশি দল পাননি। নিলামে মোট ১২ জন বাংলাদেশি নাম লিখিয়েছিলেন।
  • শেষ পর্যন্ত কোনও দল বাংলাদেশের কোনও ক্রিকেটারের জন্য বিন্দুমাত্র আগ্রহই দেখায়নি।
Advertisement