সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরে কার্যত নাজেহাল হয়েছে পাকিস্তান। পালটা পাক বাহিনীও যে আক্রমণ চালায়নি তা নয়। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর কোনও ক্ষতিই করতে পারেনি। বরং পাকিস্তানের একাধিক সেনাঘাঁটি ক্ষতিগ্রস্থ হয়েছে ভারতের আক্রমণে। 'ঠিক সেরকমই', পাকিস্তানকে সেই কথা মনে করিয়ে দিল বিজেপি। তবে সেটার জন্য তুলে আনল ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা।
ক্রিকেটপ্রেমীদের নিশ্চয়ই মনে আছে সেই বিশ্বকাপের সুখস্মৃতি। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল। দুটোই জিতেছিল মহেন্দ্র সিং ধোনির দল। তার মধ্যে প্রথম ম্যাচটি গড়িয়েছিল বোল আউটে। অর্থাৎ ম্যাচ ড্র হওয়ার পর দুই দলের তিন বোলার উইকেট লক্ষ্য করে বল করেছিলেন।
ভারতের তরফ থেকে বল করেছিলেন বীরেন্দ্র শেহওয়াগ, হরভজন সিং ও রবিন উত্থাপ্পা। তিনজনেই বল করে উইকেট ভেঙে দেন। পাকিস্তানের তিন ক্রিকেটারের একজনও বল উইকেটে লাগাতে পারেননি। ম্যাচ জিতে যায় ভারত। সেই ভিডিও তুলে এনে পাকিস্তানকে চরম খোঁচা দিল বিজেপি। যেখানে ভারতের ক্রিকেটারদের বলকে 'মিসাইল' বলা হচ্ছে। সঙ্গে ক্যাপশন 'অনেকটা এরকমই ছিল'। হ্যাশট্যাগ- অপারেশন সিঁদুর।
ঘটনা হচ্ছে, ২০০৭-র বিশ্বকাপ ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে জয়লাভ করে টিম ইন্ডিয়া। এক অর্থে প্রথম ম্যাচটি যেন ট্রেলার। সম্প্রতি দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “ভারত কী কী করতে পারে, অপারেশন সিঁদুর শুধু তার ট্রেলার। এই অভিযান বন্ধ হয়ে যায়নি। সঠিক সময় এলে আমরা বিশ্বকে গোটা সিনেমা দেখাবো।" অনেকটা যেন এভাবেই ফাইনালও জিতেছিল ভারত।
